কোচবিহারের পরে ফের একবার মানবিক মোদী, দুই অ্যাম্বুল্যান্সকে রাস্তা ছাড়ল প্রধানমন্ত্রীর কনভয়

দুটি অ্যাম্বুল্যান্সকে (ambulance) যাওয়ার সুযোগ করে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) কনভয় (convoy) । এদিন প্রধানমন্ত্রী হেলিপ্যাড থেকে সভাস্থলে যাওয়ার সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনের অভিনন্দন গ্রহণ করেন। তারাও অ্যাম্বুল্যান্সকে জায়গা করে দেওয়ার ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কনভয়ে অ্যাম্বুল্যান্স

এদিন প্রধানমন্ত্রীর কনভয়ের রাস্তাতেই এসে পড়ে দুটি অ্যাম্বুল্যান্স। দুটিতেই ছিলেন রোগীরা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সগুলিতে রাস্তা করে দেয় কনভয়ে থাকা গাড়িগুলি। এদিনের এই ঘটনা চোখে পড়েছে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের।

মঞ্চ থেকেই অসুস্থ মহিলাকে চিকিৎসার নির্দেশ

সম্প্রতি কোচবিহারের ভাষণ শুরু করার পরেই প্রধানমন্ত্রী মোদীর নজরে আসে, বয়স্ক এক মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী মোদী সঙ্গে সঙ্গে ভাষণ থামিয়ে দেন। নিজের সঙ্গে থাকা চিকিৎসকদের কাছে আর্জি জানান ওই মহিলার কাছে যাওয়ার জন্য। ওই মহিলাকে মাতাজি বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ওই মহিলার পাশে থাকা অন্যদেরও জল এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। পরে ওই মহিলায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।

মমতা ক্লিন বোল্ড

বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, দিদি নন্দীগ্রামে ক্লিন বোল্ড হয়ে গিয়েছেন। তিনি এদিন অভিযোগ করেন, নির্বাচনের কাজে যুক্ত থাকা কেন্দ্রীয় বাহিনীর ওপরে হামলায় উৎসাহ যোগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দাবি করেন, বিজেপি প্রথম চার দফার নির্বাচনেই টার্গেটের অর্ধেক আসন জিতে গিয়েছে। তিনি বলেছেন, বাংলার মানুষ এত চার আর ছয় মেরেছে যে বিজেপি চার দফার নির্বাচনেই সেঞ্চুরি করে ফেলেছে।

গরিব, তপশিলিদের বঞ্চনা

এদিন কল্যাণীর সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, গত ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলি জাতিভুক্ত এবং গরিবদের ছাপ্পা ভোটের মাধ্যমে বঞ্চনা করেছেন। কোচবিহারের শীতলকুচিতে যা হয়েছে তা এরকমের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, জেতা কিংবা হারা গণতন্ত্রের অংশ। কিন্তু কেউ মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।

দিদির ছাপ্পা ভোটের মাস্টার প্ল্যানিং-এর অংশ শীতলকুচির ঘটনা, কেন হিংসার নিন্দা নয়, মমতাকে প্রশ্ন মোদীর

Know all about
নরেন্দ্র মোদী