আইপিএলে হায়দরাবাদকে হারিয়ে হরভজনের প্রশংসায় পঞ্চমুখ কেকেআর অধিনায়ক মর্গ্যান, জেনে নিন কারণ

আইপিএল ২০২১-এ নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করেছে কলকাতা নাইট রাইডার্স। মূল্যবান ২ পয়েন্ট হাসিল করে হাসিমুখে মাঠ ছেড়ে কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান যে ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হলেন, তিনি হরভজন সিং। ৪০ বছরের ক্রিকেটারের সদিচ্ছার প্রশংসা করেছেন ব্রিটিশ অধিনায়ক। কারণটা জেনে নিন।

কেকেআরের দুর্দান্ত জয়

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলেছিল ইয়ন মর্গ্যানের দল। ১০ রান আগে থেমে যায় সামরাইজার্স হায়দরাবাদ।

হরভজন সিংয়ের এক ওভার

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনারের বিরুদ্ধে প্রথম ওভারে হরভজন সিংয়ের হাতে বল তুলে দেন কেকেআরের অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রাক্তন ভারতীয় অফ স্পিনারের ওই ওভার থেকে একটি ছক্কা সহ আট রান আসে। ভাজ্জির বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। একটুর জন্য তা তালুবন্দি করতে ব্যর্থ হন কেকেআরের প্যাট কামিন্স।

মর্গ্যানের গলায় হরভজনের প্রশংসা

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হরভজন সিং-কে দিয়ে এক ওভার বল করিয়েছেন ইয়ন মর্গ্যান। ওই এক ওভারেই ভাজ্জি যে ঝলক দেখিয়েছেন, তাতে মুগ্ধ হয়েছেন দলের ব্রিটিশ অধিনায়ক। হরভজনের উপস্থিতি মাঠে অন্যরকম পরিস্থিতি তৈরি করেছিল বলেও জানিয়েছেন মর্গ্যান। দলের অন্যান্য ক্রিকেটারের তুলনায় ভাজ্জির প্রাণশক্তি এবং উৎসাহ বেশি বলেও জানিয়েছেন কেকেআর অধিনায়ক। হরভজনের কাছে সতীর্থদের চাঙা করে রাখার মন্ত্র রয়েছে বলেও জানিয়েছেন মর্গ্যান। অধিনায়কের কথায়, হরভজনের আত্মত্যাগ বাকি সকলের কাছে দৃষ্টান্ত।

হরভজনের আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ১৬১টি ম্যাচ খেলেছেন হরভজন সিং। ১৫০টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। টুর্নামেন্টে সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকার প্রথম পাঁচে রয়েছে তাঁর নাম। সিএসকে থেকে পরিত্যক্ত হয়ে যাওয়া ভাজ্জিকে এবার ২ কোটি টাকায় কিনেছে কেকেআর।