পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ
গত মরসুমের ব্যর্থতা ভোলাতে এই আইপিএলে ভাল কিছু করতে দলে বেশকিছু পরিবর্তন আনতে পারে পাঞ্জাব কিংস। কেএল রাহুল শিবিরে জে রিচার্ডসন, মোইসেস হেনরিকস, শাহরুখ খানের মতো ক্রিকেটারদের অন্তর্ভূক্তি ঘটতে পারে।
কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল বা ডেভিড মালান, নিকোলাস পুরান, মোইসেস হেনরিকস, শাহরুখ খান, জে রিচার্ডসন, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, অর্শদীপ সিং।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ
তরুণ সঞ্জু স্যামসনের ঘাড়ে এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়া দায়িত্ব বর্তেছে। দলের ১৬.২৫ কোটি টাকার সদস্য ক্রিস মরিস এবার কেমন পারফরম্যান্স করেন, সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্ব।
যশশ্বী জয়সওয়াল বা মনন ভোরা, জস বাটলার (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (অধিনায়ক), বেন স্টোকস, শিবম দুবে, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, অ্যান্ড্রু টাই, চেতন সাকারিয়া বা কার্তিক ত্যাগী।
কোথায় এবং কখন ম্যাচ
পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএল ২০২১-এর গুরুত্বপূর্ণ ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ। ডিজনি+হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং হবে।
পিচ রিপোর্ট
রীতি মেনে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানানো হয়েছে। রাতের দিকে পিচে বল ঘুরবে বলে জানিয়েছেন কিউরেটর। তাঁর কথায়, শুরুর দিকে পিচে পেসাররা সুবিধা পাবেন।
আবহাওয়ার পূর্বাভাস
আজ সন্ধ্যায় মুম্বইয়ের তাপমাত্রা ৩০ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। ম্যাচে চলাকালীন গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।