চলতি মাসের ২১ তারিখ ভারতে লঞ্চ হতে পারে Realme 8 5G। শুক্রবার ফোন প্রস্তুত কারক চিনা সংস্থা তাদের সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছে। ভারতের পশাপাশি 5G সংযোগের এই স্মার্ট ফোন লঞ্চ করা হবে বিশ্ব বাজারেও।
ভারতে মার্চ মাসে লঞ্চ করা হয়েছিল Realme 8 স্মার্ট ফোনটি। এর পরে গুঞ্জন শোনা গেছিলো এই স্মার্ট ফোনের 5G সংযোগ খুব শীঘ্রয় বিশ্ব বাজারে প্রকাশ করা হবে। সেই কথা মতো Realme 8 সংস্করণ হিসেবে নতুন ভাবে 5G সংযোগে প্রকাশ করা করছে কর্তৃপক্ষ। “Dare to Leap” ব্র্যান্ডিং –এ নতুন 5G সংযোগের একটি টিজার পোস্ট করা হয় রিয়েলমি কোম্পানির তরফে। 5G স্মার্ট ফোনটির বৈশিষ্ট্য সম্প্রতি কয়েকটি শংসাপত্রের সাইটে ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হয়েছিল।
থাইল্যান্ডে রিয়েলমির অফিশিয়াল ফেসবুক পৃষ্ঠায় এই আসন্ন Realme 8 5G স্মার্ট ফোনের প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ফেসবুকের এই পৃষ্ঠায় স্মার্ট ফোনটির একটি টিজারও লঞ্চ করা হয়েছে।
পেছনে একটি সম্পূর্ণ কালো ছায়ার অংশ রয়েছে স্মার্ট ফোনটিতে। তবে আগের প্রকাশ পাওয়া Realme 8 এর মতো ‘Dare to Leap’ ট্যাগলিন না থাকলেও অনেকে মনে করছেন 5G সংযোগ এই স্মার্ট ফোনের পেছনে একটি ট্যাগলাইন থাকবে।
কম্পানির তরফে প্রকাশ করা টিজার ভিডিও দেখা মিলেছে আগের Realme 8 এর তুলনায় বেশ কিছু পার্থক্য রয়েছে 5G সংযোগের স্মার্ট ফোনটিতে। তার কারণ Realme 8 স্মার্ট ফোনে ছিল 64-megapixel প্রাইমারি সুটারের সঙ্গে কুয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। তবে নতুন Realme 8 5G তে রাখা হচ্ছে ট্রিপিল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে থাকছে 48-megapixel প্রাইমারি সেন্সার।
পূর্বে Realme সমস্ত তথ্য এবং আসন্ন ৫ জি সংযোগের Realme 8 এর টিজার ভালো করে লক্ষ যাবে চিনার বাজারে আগের মাসে প্রকাশিত হওয়া Realme V13 5G হিসেবে বিশ্ব বাজারে লঞ্চ করা হচ্ছে আসন্ন স্মার্ট ফোনটি।
Realme V13 5G স্মার্ট ফোনটিতেও ‘Dare to Leap’ ট্যাগলাইন ছাড়া থাকছে 48-megapixel প্রিমারি ক্যামেরা। এর পাশাপাশি US FCC একতি তালিকায় জানিয়েছে Realme 8 5G তে থাকছে ১৮৫ গ্রামের একটি 5,000mAh একটি ব্যাটারি যা Realme V13 5G এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.