মতুয়ায় সিঁদরে মেঘ দেখছে তৃণমূল, মিশন একুশে মোদীর মাস্টারস্ট্রোক ও পিকের অডিও

২০১৯-এই মতুয়া ভোট ঘুরে গিয়েছিল বিজেপির দিকে। তৃণমূল আশা করেছিল একুশে বঙ্গের ভোট যুদ্ধে সেই ভোট ফের ফিরে আসবে তাদের দিকে। কিন্তু পরিস্থিতি বলছে অন্য কথা। মতুয়ারা বিজেপির পালেই হাওয়া লাগিয়েছে। নাগরিকত্বের যে চাঁদ দেখিয়েছে বিজেপি, তার আশায় এখনও মতুয়ারা। তারপর পিকের অডিও বার্তা তৃণমূলকে মতুয়া নিয়ে ভাবাচ্ছে।

West Bengal Electon : বিজেপি সরকার ক্ষমতায় হলে বারাসাত থেকে দমদম মেট্রো চালু হবে: নরেন্দ্র মোদির
তৃণমূল ছেড়ে বিজেপির দিকে ঢলেছেন মতুয়ারা

তৃণমূল ছেড়ে বিজেপির দিকে ঢলেছেন মতুয়ারা

২০০৯-এর আগে মতুয়ারা সিপিএমের সঙ্গেই ছিলেন। ২০০৯-এর লোকসভা থেকেই তাঁরা তৃণমূলের ভোটব্যাঙ্ক হতে শুরু করেন। ১০ বছর পর ফের দলবদল। এবার তৃণমূল ছেড়ে বিজেপির দিকে ঢলেছেন মতুয়ারা। সেই আভাস ২০২১-এর ভোটেও মিলেছে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কথায়।

সুব্রতকে প্রার্থী করে ক্ষোভ প্রশমন করে বিজেপি

বিজেপি মতুয়া ভোট টার্গেট করেই ঠাকুরবাড়ির সুব্রত ঠাকুরকে প্রার্থী করে বিধানসভা নির্বাচনে। মতুয়া মহল থেকে ৩০ জনকে প্রার্থী করতে চেয়েছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুররা। কিন্তু শান্তনুর দাদা সুব্রতকে প্রার্থী করে ক্ষোভ প্রশমন করে বিজেপি। মতুয়া ভোট পেতে শান্তনুর মানভঞ্জনে সদা ব্যস্ত ছিলেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয়রা।

নরেন্দ্র মোদীর মতুয়া-তাস ওড়াকান্দি সফরে

তারপর ভোট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতুয়া তাস খেলেন। তিনি শান্তনু ঠাকুরকে নিয়ে চলে যান মতুয়াদের তীর্থস্থান আদি নিবাস বাংলাদেশের ওড়াকান্দিতে। প্রধানমন্ত্রীর ওই সফর নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস। এটা যে বিজেপির একটা গেমপ্ল্যান তা স্পষ্ট হয়ে যায়। তারপরই প্রশান্ত কিশোরের অডিও টেপ ফাঁস হতেই তৃণমূলের মাথায় হাত।

মতুয়ায় বিপদের গন্ধ টের পেতে শুরু করে তৃণমূল

তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের যে অডি টেপের কিয়দংশ প্রকাশ করেছে বিজেপি, সেখানে শোনা যাচ্ছে প্রশান্ত কিশোর বলছেন, মতুয়া ভোট বিজেপির দিকেই থাকছে। ৭৫ শতাংশ মতুয়া বিজেপির পক্ষে। ২৫ শতাংশের সমর্থন তৃণমূলের দিকে। এরপরই তৃণমূল নড়েচড়ে বসে। মতুয়ায় বিপদের গন্ধ টের পেতে শুরু করে।

ওড়াকান্দিতে গিয়ে মতুয়া আবেগ উসকে দিয়েছেন

মোদী বাংলাদেশের ওড়াকান্দিতে গিয়ে মতুয়া আবেগ উসকে দিয়েছেন। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের পীঠস্থান ওড়াকান্দি। ফলে বাংলার মতুয়া সমাজ উচ্ছ্বসিত। কেননা ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ওড়াকান্দি গেলেন। এরপর মতুয়া ভোট পাওয়ার ব্যাপারে বিজেপি অনেকটাই নিশ্চিন্ত হয়। পিকের অডিও সেই মেসেজই দিয়েছে বলে মনে করছে তৃণমূল।

তৃণমূল আগে থেকেই আন্দাজ করেছিল মতুয়া-বিপদ!

অমিত শাহ বলে গিয়েছিলেন, করোনার টিকাকরণ মিটলেই নাগরিকত্ব দেওয়া হবে। সেই আশ্বাসর পর ঠাকুরবাড়ির প্রার্থী। তারপর মোদীর ওড়াকান্দি মাস্টারস্ট্রোক। সবশেষে পিকের অডিও বার্তা। তৃণমূল দেখছে মতুয়ায় বিপদ। রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূল আগে থেকেই আন্দাজ করেছিল, তাই কোনও মতুয়াকেই এবার প্রার্থী করেনি।

Know all about
নরেন্দ্র মোদী