একুশে তৃণমূল বিরোধী ভোট বামেদের দিকে!
সূত্রের খবর, বিজেপির চিন্তার কারণ হয়ে উঠেছে সিপিএম তথা বামেরা। বিজেপি নিশ্চিত হতে পারছে না তৃণমূল বিরোধী ভোট সব তাঁদের বাক্সে আসছে কি না। তারা মনে করছে, বেশকিছু আসনে তৃণমূল বিরোধী ভোট বামেদের দিকে গিয়েছে। বামেদের দিকে সেই ভোট যাওয়া মানে ফলাফল অন্যরকম হয়ে যেতে পারে।
বিজেপির পাশাপাশি বামেরা পেয়েছে বিরোধী ভোট
বিজেপি একপ্রকাশ নিশ্চিত এবার তৃণমূল বিরোধী ভোট পড়ছে ব্যাপকভাবে। এখন এই অ্যান্টি-ইনকাম্বেন্সি বা সরকারবিরোধী ভোট বিজেপিতেই পড়ছে নাকি তা ভাগ হয়ে যাচ্ছে, তা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা। বেশ কিছু আসনে যে তা হয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস-বিরোধী ভোট বিজেপির পাশাপাশি একটা বড় অংশ বামেরা পেয়েছে, তা নিশ্চিত।
হাইভোল্টেজ নন্দীগ্রামও রয়েছে এই তালিকায়
বিজেপির একাংশ মনে করছে, তৃণমূল বিরোধী ভোটের একটা বড় অংশ সিপিএম বা বামেরা পেয়েছে। তার মধ্যে রয়েছে যাদবপুর, টালিগঞ্জ, কসবা, পান্ডুয়া, চণ্ডীতলা, উত্তরপাড়া, দক্ষিণ হাওড়া প্রভৃতি আসন। এমনকী এই তালিকায় রয়েছে এবার বাংলার সবথেকে হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামও।
বিজেপির আশঙ্কায় বামেদের সম্ভাবনার বার্তা
বিজেপি আবার কতকগুলি আসলে তেমন লড়াই দিতে পারেনি, তাও কার্যত স্বীকার করে নিচ্ছে বিজেপির একাংশ। ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ফলতা প্রভৃতি আসনে তাই তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই হতে পারে সংযুক্ত মোর্চা সমর্থিত বাম-কংগ্রেস বা আইএসএফ প্রার্থীদের। বিজেপির আশঙ্কাই এবার বামেদের সম্ভাবনার বার্তা দিয়েছে।
বাংলায় যদি তৃণমূল-বিরোধী ভোট ভাগ হয়
বিজেপির আশঙ্কা, তৃণমূল বিরোধী ভোটের একটা বড় অংশ যদি বামেদের দিকে চলে যায়, তবে তাদের মিশন একুশের স্বপ্ন ধাক্কা খাবে। ২০১২ সালের উত্তরপ্রদেশের মতো হতে পারে পরিস্থিতি। সেবার চার ভাগে ভাগ হয়েছিল ভোট। ফলে বিজেপিকে হারতে হয়েছিল। এবারও বাংলায় যদি তৃণমূল-বিরোধী ভোট ভাগ হয়, তবে বিজেপির পরাজয় নিশ্চিত।
সরকার-বিরোধী ভোটে ভাগ বসাতে পারে বামেরাও
তৃণমূল ১০ বছর বাংলায় ক্ষমতায় রয়েছে। এর মধ্যে বেশ কিছু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তৈরি হয়েছে। তৃণমূল বিরোধী সেইসব ভোট তাদের দিকেই প্রায় আসবে বলে মনে করেছিল বিজেপি। কিন্তু অর্ধেক ভোট হয়ে যাওয়ার পর বিজেপির উপলব্ধি হয়েছে, সরকার-বিরোধী ভোটে ভাগ বসাতে পারে বামেরাও। তাহলে তৃণমূলের ক্ষমতায় ফেরা সহজ হবে।
বামেরা ২০১৯-এর তুলনায় ভোট বাড়াবে একুশে
স্থানীয় মণ্ডল কমিটি থেকে বিজেপি যে রিপোর্ট পেয়েছে বাংলার চার দফা ভোটের, তাতে স্পষ্ট বামেরা ২০১৯-এর তুলনায় বেশ খানিকটা ভোট বাড়াতে সম্ভবপর হচ্ছে। তা সত্ত্বেও বিজেপি জয়ের ব্যাপারে আশাবাদী। বিজেপি একাংশ মনে করছে, বামেদের ভোট বাড়বে ঠিকই, তারা বিজেপির পাশাপাশি তৃণমূলের ভোটও কাটবে।