এল ক্লাসিকোয় মেসির বার্সেলোনাকে চূর্ণ করে লা লিগার খেতাবি দৌড় জমিয়ে দিল রিয়াল মাদ্রিদ

চলতি মরশুমের শেষে লিওনেল মেসি যদি বার্সেলোনা ছেড়ে দেন তাহলে তিনি শেষ এল ক্লাসিকোটি খেলে ফেললেন। তবে তা মোটেই সুখকর হল না। ২-১ গোলে জিতে তিন নম্বর থেকে একেবারে লিগশীর্ষে উঠে এসে লা লিগার খেতাবি দৌড় জমিয়ে দিল রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১৩ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন করিম বেঞ্জেমা। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান টনি ক্রুস। ২০০০ সালে রবার্তো কার্লোসের পর এই প্রথম এল ক্লাসিকোয় ফ্রি কিক থেকে গোল পেল রিয়াল মাদ্রিদ। প্রবল বৃষ্টির মধ্যে চলা ম্যাচের প্রথমার্ধে এই দুই গোলেই এগিয়ে ছিল জিনেদিন জিদানের প্রশিক্ষণাধীন দল। ৬০ মিনিটে অস্কার মিনগুয়েজা গার্সিয়ার গোলে ব্যবধান কমাতে সক্ষম হলেও পরাজয় এড়াতে পারেনি বার্সেলোনা। ৯০ মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের কাজিমিরো। ৩০ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৬৬। সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এলেও একটি ম্যাচ কম খেলেছে আতলেতিকো মাদ্রিদ। ৩০ ম্যাচে তিনে থাকা বার্সার পয়েন্ট ৬৫।

☔️☔️☔️#HalaMadrid pic.twitter.com/9YGq6w6hZ3

— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) April 10, 2021

দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইম কম দেওয়ার অভিযোগ এনে ম্যাচের শেষে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পিকে। রেফারির ভূমিকায় ক্ষুব্ধ বার্সা কোচ রোনাল্ড কোম্যান। তাঁর দাবি, বার্সেলোনাকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে।

🔝 of the @LaLigaEN table! #ElClásico | #HalaMadrid pic.twitter.com/6BfdIE1mTW

— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) April 10, 2021

এল ক্লাসিকোয় মেসির গোলের খরা এদিনও কাটল না। ২০১৮-র মে মাসের পর সাতটি ম্যাচ খেলেও একটিতেও রিয়ালের জালে বল জড়াতে পারেননি মেসি। এটিই তাঁর শেষ এল ক্লাসিকো কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত ম্যাচের পরেও যদিও বার্সা কর্তাদের বিশ্বাস, মেসি ক্লাব ছাড়বেন না। বার্সা ডিরেক্টর গিলারমো আমোরকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের স্থির বিশ্বাস মেসি বার্সাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের হয়েই আরও এল ক্লাসিকো তিনি খেলবেন।

💪🟦🟥! #ElClásico pic.twitter.com/t92s9gagk6

— FC Barcelona (@FCBarcelona) April 10, 2021

এই পরাজয়ের পরও খেতাবি দৌড় থেকে হারিয়ে যায়নি বার্সা। তবে কোম্যানের দলের ফোকাস এখন কোপা দেল রে ফাইনাল। আগামী শনিবার সেই ফাইনালে মেসিদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। আমোর বলেন, এই ম্যাচটি এই কারণেই বেশি গুরুত্বপূর্ণ যে তাতে ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে।