LIVE

IPL highlights : হায়দরাবাদের মুখোমুখি কেকেআর, নাছোড় লড়াই দেখার অপেক্ষা শুরু

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। দুই বার আইপিএল খেতাব জেতা দলের সঙ্গে এক বারের চ্যাম্পিয়নের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে গত আইপিএলের প্লে-অফ পৌঁছতে পারেনি কেকেআর। অন্যদিকে সেমিফাইনালে হেরে গত বারের খেতাব জয়ের আশা শেষ হয়েছিল ডেভিড ওয়ার্নারদের। সেই আবহে আজকের ম্যাচ কেমন হয়, সেদিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। ম্যাচ সংক্রান্ত আপডেট জানতে ওয়ানইন্ডিয়া বাংলার পোর্টালে চোখ রাখুন।

Newest First Oldest First
4:57 PM, 11 Apr
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।