মুখোমুখি দুই দল
আইপিএলে এখনও পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১২ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ৭ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। অর্থাৎ পরিসংখ্যানের বিচারে এ লড়াইয়ে যে শাহরুখ খানের দলের পাল্লা ভারী, তা অনায়াসে বলে দেওয়া যায়।
শেষ দুই মোকাবিলা
২০২০ সালের আইপিএলের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচে ৬২ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শুভমান গিল। দুই দলের দ্বিতীয় ম্যাচ সুপার ওভার পর্যন্ত গড়িয়েছিল। ম্যাচ জিতেছিল ইয়ন মর্গ্যানের দল।
কেকেআরের গেম চেঞ্জার
ব্যাটিং : শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যান সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ কেকেআরের সবচেয়ে বড় শক্তি। ভাল ব্যাটিং করার ক্ষমতা রাখেন অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সও।
বোলিং : কেকেআরের বোলিং বিভাগের প্রধান শক্তি প্যাট কামিন্স। শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তীর মতো তরুণ বোলাররাও গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন।
সানরাইজার্স হায়দরাবাদের গেম চেঞ্জার
ব্যাটিং : অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ওপেনার জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে এবং কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে রয়েছেন প্রিয়ম গর্গ, অভিষেক শর্মার মতো তরুণ ব্যাটসম্যানরাও।
বোলিং : সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগের মূল গেম চেঞ্জারের ভূমিকা পালন করবেন রশিদ খান ও ভুবনেশ্বর কুমার। দলে রয়েছেন খলিল আহমেদ, টি নটরাজনের মতো তরুণ ফাস্ট বোলাররারাও।