কলকাতা : শেষ হলেও, যায় না যার রেশ, তা সত্যিই সুন্দর, মানিয়েছিলো দুজনকে বেশ। কিন্তু কি আর করা যাবে টেলি সিরিয়াল এর সাতকাহন বলে কথা, তাই অন স্ক্রিন বা রিল লাইফে জুটিদের ভাঙ্গা-গড়া চলতেই থাকবে। তাই সব সময় আমাদের পছন্দের হিরো হিরোইন কে প্রতিটা চিত্রনাট্যে একি ভাবে পাব,এমনটা ভাবা ভুল।

ভুল ভেঙে গেলেও মনের ভেতর হালকা আন্দোলন তো হবেই। কারণ এতো যে সে জুটি নয়। এ ‘হিয়ান’ জুটি। অর্থাৎ ‘এখানে আকাশ নীল’ শেষ হয়ে গেলেও এখনো এই ধারাবাহিকের বিভিন্ন ভিডিও এবং ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আনাগোনা করে বলা যায় এখনো তা ভাইরাল। তাই ‘হিয়ান’ জুটির দর্শকদের ইচ্ছা ছিল আবারো হিয়ান অর্থাৎ শন অনামিকা জুটিক এক সঙ্গে পর্দায় দেখার।

এক্ষুনি সেটা সম্ভব হচ্ছে না কারণ আবারও ছোটপর্দায় শন ফিরলেও,তাঁর সাথে জুটি বেঁধেছেন সৃজলা গুহ। এই ধারাবাহিকের নাম ‘মন ফাগুন’। এই ধারাবাহিকের প্রোমো থেকেই স্পষ্ট যে মন ফাগুন দর্শকদের মনে প্রেমের রং লাগাবেই। পাহাড়ি জায়গায় শুট করা এই ধারাবাহিকের প্রোমো বলছে ঋষিরাজ ও পিহু আরো একবার লাগাবে আপনার মনে ভালোবাসার রঙ!। ‘মন ফাগুন” সম্প্রসারিত হতে চলেছে স্টার জলসায়।

পুরনো গানে নতুন জুটি এল প্রেম ছড়িয়ে প্রোমো দেখে অনেকের বক্তব্য এ যেন দেব শ্রাবন্তী অভিনীত ‘সেদিন দেখা হয়েছিল’র কথা মনে করিয়ে দিচ্ছে। ঝরাপাতা ভরা রাস্তা দিয়ে কচি কলাপাতা রঙের শার্ট, সাথে সাদা- কালো স্কার্ফ আর চোখে সানগ্লাস করে সম্পূর্ণ রোমান্টিক তাইলে নায়িকার দিকে এগিয়ে আসছেন ঋষিরাজ অন্যদিকে পিহুর পড়নে হলুদ শিফন গাউন, কানে ঝোলা দুল। আর তার চারপাশে ঝড়ে পড়ছে রঙিন ফুল। নায়িকার পাশে এসে দাঁড়াচ্ছে নায়ক, আর নায়িকা মৃদু হেসে লাজুক এক্সপ্রেশনে এগিয়ে যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে, জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে, ‘চিরদিনই তুমি যে আমার’ এর সুপার ডুপার হিট গান ‘ বাতাসে গুনগুন’।

পাহাড়ি রাস্তা, রোমান্টিক গান, মৃদু হাওয়া আর ঋষিরাজ এবং পিহুর লাজুক চাউনি মিলেমিশে ‘মন ফাগুন’ এর প্রোমো দেখে বোঝা মুশকিল এ কোন সিনেমার প্রোমো না সিরিয়ালের। নতুন প্রেমের বসন্ত নিয়ে আসছে ‘মন ফাগুন’ স্টার জলসায়।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।