আইসোলেশনে থাকা প্রিয়ঙ্কার বঙ্গসফর ঘিরে জল্পনা, পঞ্চম দফার আগে রাহুলের সফরসূচি একনজরে

একদিকে করোনা বাড়বাড়ন্ত, অন্যদিকে বাংলার ভোট চলছে প্রচার পারদ তুঙ্গে রেখে। বাংলার ভোটের চতুর্থ দফা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সংঘর্ষ আর রক্তপাতের অধ্যায়কে সঙ্গে নিয়েই চতুর্থদফা ভোট সম্পন্ন হয়েছে। এরই মাঝে রাজ্য়ে মোদীর আগমন থেকে অমিত শাহের আগমনে পারদ চড়িয়েছে বিজেপি। অন্যদিকে মমতা শিবিরে দলনেত্রী থেকে অভিষেকরা পর পর সভায় জন সমর্থন টানার চেষ্টায় ছিলেন। এরই মাঝে প্রশ্ন ওঠে যে , রাহুল গান্ধীকে কংগ্রেসের ভোট প্রচারে বাংলায় দেখা যাচ্ছে না কেন? যার জবাব সম্ভবত মিলতে চলেছে ৫ম দফার আগে।

রাহুল গান্ধীর বঙ্গ সফর

শোনা গিয়েছিল , কেরলের ওয়েনাদের সাংসদ রাহুল গান্ধী , কেরলের ভোট সম্পন্ন হতেই রাজ্যে আসবেন। গত ৬ এপ্রিল কেরলে ভোট সম্পন্ন হয়ে যায়। এরপর পঞ্চম দপার ভোটে রাজ্যে রাহুল গান্ধীর আসার কথা। এদিন রাহুল গান্ধীর রাজ্যসফরের সফরসূচিও প্রকাশ্যে আসে। তবে যেভাবে শোনা গিয়েছিল যে রাহুল গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীও রাজ্যে আসবেন, তা নিয়ে এখন কার্যত নতুন জল্পনা তৈরি হয়েছে।

প্রিয়াঙ্কাকে নিয়ে জল্পনা

প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা এখন করোনা আক্রান্ত। আর করোনা আক্রমণের জেরে কার্যত প্রিয়াঙ্কা এখন আইসোলেশনে রয়েছেন। এই ঘটনার জেরে অসম ও কেরলে কংগ্রেসের ঘরে প্রচার পর্বে ব্যাপক প্রভাব পড়েছে। দুই রাজ্যেও যেতে পারেননি কংগ্রেস নেত্রী। এদিকে, এরপর বাংলার পরবর্তী দফার ভোটে প্রিয়ঙ্কা আসেন কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।

রাহুলের সফরসূচি

রাহুল গান্ধী আগামী ১৪ এপ্রিল রাজ্যে আসছেন। সেই দিন গোয়ালপোখরে দুপুর আড়াইটের সময় তিনি সভা করবেন। এরপর পঞ্চম দফার ভোটে উত্তরবঙ্গে কার্যত কংগ্রেসের হয়ে ঝড় তুলতে মাটিগাড়া-নক্সালবাড়িতে সভা করবেন তিনি।

আগামী ৪ দফা ভোটে রাহুল গান্ধী আসবেন বাংলায়

আগামী ৪ দফা ভোটের আগে বঙ্গসফরে আসবেন রাহুল গান্ধী। জানা গিয়েছে, আগামী চারদফা ভোটেই তিনি বাংলায় ঝোড়ো প্রচারে নামবেন। প্রসঙ্গত, ১৭ এপ্রিল ভোট রয়েছে ময়নাগুড়ি (এসসি), জলপাইগুড়ি (এসসি), রাজগঞ্জ (এসসি), ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল (এসটি), নাগরাকাটা (এসটি), কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি), শিলিগুড়ি, ফাঁসিদেওয়া (এসটি), শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ (এসসি), রানাঘাট উত্তর-পূর্ব (এসসি), রানাঘাট দক্ষিণ (এসসি), চাকদহ, কল্যাণী (এসসি), হরিণঘাটা (এসসি), পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ (এসসি), সন্দেশখালি (এসটি), বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ (এসসি), খণ্ডঘোষ (এসসি), বর্ধমান দক্ষিণ, রায়না (এসসি), জামালপুর (এসসি), মন্তেশ্বর, কালনা (এসসি), মেমারি, বর্ধমান উত্তর (এসসি) কেন্দ্রে।

Know all about
রাহুল গান্ধী