হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি রান
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন রবিন উথাপ্পা (৪২৬)। যদিও বর্তমানে তিনি চেন্নাই সুপার কিংস দলের গুরুত্বপূর্ণ সদস্য। কেকেআরের বর্তমান দলে উপস্থিত ক্রিকেটারদের মধ্যে আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান রয়েছে নীতীশ রানার। ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে ১৫২ রান করেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান।
কেকেআরের জার্সিতে হায়দরাবাদের বিরুদ্ধে সর্বাধিক উইকেট
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কেকেআরের সুনীল নারিন ও কুলদীপ যাদব। দুই ক্রিকেটারই ডেভিড ওয়ার্নারের দলের বিরুদ্ধে ১০টি করে উইকেট নিয়েছেন। আজ তাঁদের প্রথম একাদশে রাখা হবে কিনা, সেদিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।
হায়দরাবাদের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান রয়েছে ডেভিড ওয়ার্নারের। ইয়ন মর্গ্যান শিবিরের বিরুদ্ধে ৫৬৯ রান রয়েছে হায়দরাবাদ অধিনায়কের। আজকের ম্যাচেও ভাল কিছু করতে তাঁর দিকেই তাকিয়ে থাকবে দল।
কেকেআরের বিরুদ্ধে হায়দরাবাদের জার্সিতে সর্বাধিক উইকেট
আইপিএলে কেকেআরের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রশিদ খান ও সিদ্ধার্থ কৌল। দুই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে আটটি করে উইকেট। এই আইপিএলেও হায়দরাবাদের গেম চেঞ্জার হতে পারেন রশিদ।