পরাজয় নিশ্চিত জেনে কেন্দ্রীয় বাহিনীকে লেলিয়ে দিচ্ছে বিজেপি, নিশানা সুখেন্দু শেখরের

মোদী-অমিত শাহ বিজেপির পরাজয় নিশ্চিত জেনে কেন্দ্রীয় বাহিনীকে লেলিয়ে দিচ্ছে।' শীতলকুচি ঘটনা প্রসঙ্গে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে দাবি রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের।

তিনি বলেন, শোচনীয় পরাজয় নিশ্চিত বুঝতে পেরে মোদী - অমিত শাহ কেন্দ্রীয় বাহিনীকে লেলিয়ে দিয়েছে। এই কেন্দ্রীয় বাহিনী চতুর্থ দফার নির্বাচনে অমিত শাহর নির্দেশে শনিবার কোচবিহারের শীতলকুচিতে এলোপাথাড়ি গুলি চালিয়ে চার জনকে গণহত্যা করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ওখানে নাকি কারা- বন্দুক কেড়ে নিচ্ছিল তাই জন্য তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে। কোথাও গন্ডগোল হলে প্রথমে লাঠিচার্জ, কাদানি গ্যাস চালাতে হয় কিন্তু সেসব চালানো হয়নি গুলি চালানোর অর্ডারকে দিয়েছে।

তিনি আরও বলেন প্রতিটা বুথের ভেতরে বাইরে যে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে সে ফুটেজ কোথায় গেল এখনো পাবলিক ডোমেইনে কেন এলো না !

কোচবিহারের শীতলকুচি ঘটনার প্রতিবাদে এবং এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে মন্তব্য করেন তার প্রতিবাদে অমিত শাহের পদত্যাগের দাবিতে এবং দিলীপ ঘোষের গ্রেপ্তারের দাবিতে এ দিন সারা রাজ্য জুড়ে 11700 র বেশি ছোট-বড় মিছিলে তৃণমূল কর্মীরা সামিল হন। বাংলার মানুষ অমিত শাহের পদত্যাগের দাবিতে রাস্তায় নামবেন বলে আশাবাদী সাংসদ সুখেন্দু শেখর রায়।