ফলতার বিধ্বংসী আগুন, ভস্মীভূত স্পেশাল ইকোনমিক জোনের টায়ার কারখানা

ফলতার একটি টায়ার কারখানায় বিধ্বংসী আগুন। আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানা। খবর পেয়ে দমকলের প্রায় আটটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কীভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করছে পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা। স্থানীয় সূত্রে খবর হঠাৎ ফলতা স্পেশাল ইকোনমিক জোনের ভিতরে থাকা একটি টায়ার কারখানায় আগুন লেগে যায়।

ভিতরে দাহ্য পদার্থ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রামনগর থানার পুলিশ এবং দমকল কর্মীরা আসেন। দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর। তবে কীভাবে এই আগুন লাগল তার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল সূত্রে খবর।