১০০ মিলিয়ন বা ১০ কোটি টিকা দেওয়া প্রথম দেশ হল ভারত। ৮৫ দিনের মধ্যে এই গণ্ডি পার করল ভারত। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, চিনের মতো দেশকে পিছনে ফেলে দিল ভারত। উল্লেখ্য, ভারতে টিকাকরণ শুরু হয়েছিল ১৬ জানুয়ারি। দৈনিক হারে ভারতে প্রায় ১০ লক্ষ ৭৭ হাজার মানুষ করোনা টিকা পাচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী মোদী করোনা ঠেকাতে টিকা উৎসবের ডাক দেন কয়েকদিন আগেই। করোনা ভাইরাসের প্রথম ঢেউ যখন দেশজুড়ে আছড়ে পড়েছিল, তখন নানা কর্মসুচি নিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ জনতা কার্ফু, বাসন বাজানো, হাততালি, মোমবাতি জ্বালানো, হেলিকপ্টার থেকে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে ফুলবর্ষণ। এমন নানা অভিনব উদ্যোগ নিয়ে মানুষের স্পিরিট ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি কোভিডকে পরাজিত করার ডাক দিয়েছিলেন নমো৷ করোনাকে পরাস্ত করতে এ বার তাঁর নয়া কর্মসুচি টিকা উত্সব৷
দেশজুড়ে করোনা পরিস্থিতি দিনদিন চিন্তার কারণ হয়ে উঠছে ৷ এই অবস্থায় বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানেই তিনি 'টিকা উত্সব' পালনের কথা বলেন৷ তাঁর কথায়, '১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল আমরা টিকা উত্সব পালন করতে পারি? এই সময়ে যত বেশি সম্ভব যোগ্য ব্যক্তিদের টিকাকরণ আমাদের করা উচিত এবং টিকা যাতে একটুও নষ্ট না হয়, তার টার্গেট নেওয়া উচিত৷'
ভাইরাসের সংক্রমণ রুখতে আগামী ২-৩ সপ্তাহ সব রাজ্যকে কোভিড নিয়ম আরও জোরদার করার কথা বলেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'প্রশাসনিক অবস্থার উন্নতি হওয়া প্রয়োজন৷ এক বছর ধরে লড়াই চালানোর পর গোটা ব্যবস্থায় একটা ক্লান্তি ও শিথিলতা আসবে, এটা আমি বুঝি৷ তবে আগামী ২-৩ সপ্তাহের মধ্যে এটা আরও কড়া হওয়া উচিত এবং প্রশাসনকে আরও শক্তিশালী হওয়া উচিত৷'