কলকাতা : চতুর্থ দফার নির্বাচনের দিন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের ট্যুইট বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূলের ভোটের ঝুলি এবার প্রশান্ত কিশোরের হাতে।আর তিনিই কিনা বলছেন, বাংলার ভোটে হাওয়া এবার রয়েছে বিজেপির পালে। রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন সকালে বিজেপির তরফে প্রকাশ করা ওই অডিও ক্লিপ নিয়ে রাজনৈতিক বিতর্কে ময়দানে নেমে পড়লেন প্রশান্ত কিশোর। তিনি পাল্টা ট্যুইট করে জানিয়ে দিলেন, যে অডিও ক্লিপ নিয়ে বিজেপি এত লাফালাফি করছে, সেটা আংশিক প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি। পিকের সাফ দাবি,”আবারও বলছি বাংলায় বিজেপি ১০০ আসন পেরবে না।”

I am glad BJP is taking my chat more seriously than words of their own leaders!😊

They should show courage & share the full chat instead of getting excited with selective use of parts of it.

I have said this before & repeating again – BJP will not to CROSS 100 in WB. Period.

— Prashant Kishor (@PrashantKishor) April 10, 2021

 শনিবার বিজেপি আইটি সেলের প্রধান এবং এরাজ্যের সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করে প্রশান্ত কিশোরের একটি অডিও ক্লিপ প্রকাশ করেন । যাতে শোনা যাচ্ছে প্রশান্ত কিশোর স্বীকার করছে, বাংলার নির্বাচনে হাওয়া রয়েছে বিজেপির পালে। তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছে, বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমান জনপ্রিয়। ধর্মীয় মেরুকরণ, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ, মতুয়া ভোট, তফসিলি ভোট-সহ একাধিক ফ্যাক্টর এই নির্বাচনে বিজেপির পক্ষে কাজ করছে । অমিত মালব্যর প্রকাশ করা অডিও ক্লিপে প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছে, “মোদীর বিরুদ্ধে বাংলায় কোনও প্রতিষ্ঠান বিরোধিতা নেই। বাংলায় মোদী জনপ্রিয়। ১০-২৫ শতাংশ মানুষ মোদীকে ভগবান ভাবেন। প্রতিষ্ঠান বিরোধিতা রাজ্য সরকারের বিরুদ্ধেই এই রাজ্যে আছে। এটা অনেক বড় বিষয়। রাজ্যে সমীক্ষা করলে দেখা যাবে মোদী এবং মমতা সমান জনপ্রিয়।”

Another candid admission by Mamata Banerjee’s election strategist – all that the Left, Congress and TMC ecosystem have done in the last 20 years is Muslim appeasement.

Implication? It has resulted to resentment on ground. The speakers had not realised that the chat was public! pic.twitter.com/2kyLsQXYyi

— Amit Malviya (@amitmalviya) April 10, 2021

অমিত মালব্যর প্রকাশ করা এই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় তড়িৎ গতিতে ছড়িয়ে পড়ে। তারপরই প্রশান্ত কিশোর আসরে নামেন। পালটা ট্যুইট করে তৃণমূলের ভোটকুশলী বলেন, “আমার ভাল লাগছে যে বিজেপি নিজেদের নেতাদের কথার থেকে আমার একটা ক্লাবহাউস চ্যাটকে বেশি গুরুত্ব দিচ্ছে। আমার কথোপকথনের আংশিক অডিও প্রকাশ করছে বিজেপি। ওঁদের বলব, পারলে পুরো ক্লিপটা প্রকাশ করুন।” এরপরই প্রশান্ত কিশোর সাফ জানিয়ে দেন,”আমি আগেও বলেছি, আবার বলছি, বাংলায় বিজেপি ১০০ পেরবে না।”

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।