করোনার দ্বিতীয় স্রোতে কার্যত উথালপাথাল দেশ। নতুন করে আসা এই নয়া স্ট্রেনে ক্রমেই বাড়ছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই দেশে মোট আক্রান্ত ছুঁয়েছে ১,৩২,০৫,৯২৬ এর অঙ্ক। এদিকে হু হু করে বাড়তে শুরু করেছে দেশের করোনায় আক্রান্তের সংখ্যা। দেখে নেওয়া যাক আজ করোনা পরিস্থিতি কোনদিকে।
এদিকে, জানা গিয়েছে ভারতে গত ২৪ ঘণ্টায় ১,৪৫,৩৮৪ টি নতুন আক্রান্তের ঘটনা ঘটেছে। করোনা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৭,৫৬৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৪ জন। প্রসঙ্গত, গতকাল করোনার জেরে আক্রান্তের সংখ্যা ছিল গত ২৪ ঘণ্টায় ১,৩০, ৬০,৫৪২ জন। দেড় কোটির দিকে যে করোনার সংক্রমণ দ্রুত এগিয়ে যেতে চলেছে তাও বোঝা যাচ্ছিল।
এদিকে আজকের করোনা আপডেটের পর দেখা যাচ্ছে দেশে মোট আক্রান্ত ১,৩২,০৫,৯২৬ জন। মোট সুস্থতার সংখ্যা ১,১৯,৯০,৮৫৯ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ১০,৪৬,৬৩১ জনের। মৃতের সংখ্যা পৌঁছেছে ১,৬৮,৪৩৬ জনে। দেশে এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ১,৬৮৪৩৬ জনকে।
এদিকে একদিনে বাংলায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গন্ডি ছাড়িয়েছে। এর মাঝে ভোট পর্ব নিঃসন্দেহেই একটি বড় খবর। সুস্থতার সংখ্যার সঙ্গে অ্যাক্টিভ রোগীর সংখ্যার ফারাক ক্রমশ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭৮০ জন। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে যখন করোনা রুখতে নাইটকার্ফু জারি হয়েছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার লকডাউনের আশঙ্কা খারিজ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, দেশ করোনা পরিস্থিতি মোকাবিলায় ভালমতো প্রস্তুত। কাজেই আর লকডাউনের পথে হাঁটা হবে না।