|
ভোট দিলেন শ্রাবন্তী
বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর এদিন সকালে তাঁকে দেখা গেল ভোটদাতদের মাঝখানে। প্রসঙ্গত, শ্রাবন্তীর বিরুদ্ধ স্টার ফাইটে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের এই মন্ত্রীকে এবার জোর টক্কর দেওয়ার পালা টলিউড সুন্দরীর। সেই জায়গা থেকে বেহালা পশ্চিমের ভোট পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভোট দিয়ে কী প্রতিক্রিয়া শ্রাবন্তীর
এদিন মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান শ্রাবন্তী। ভোট পর্বের শেষে তিনি বলেন এই বিশেষ দিনটির জন্যই অপেক্ষা ছিল তাঁর। বহুদিনের বহু খাটনির পর অক্লান্ত পরিশ্রমের পর, আজ মনুষ তাঁদের মতামত জানিয়ে ভোট দেবেন।
ভোট দিলেন চণ্ডীতলার প্রার্থী
এদিকে, বিজেপির চণ্ডীতলার প্রার্থী যশ দাশগুপ্ত এদিন সকাল সকাল ভোট দিয়েছেন। তারপরই নিজের কেন্দ্রের দিকে তিনি রওনা হয়েছেন বলে জানা গিয়েছে। ভোট দিয়ে যশ ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন। ছবিতে লেখা রয়েছে,'আমি আজ আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম । এবার আপনাদের পালা। এবার চাই উন্নয়ন। এবার দরকার'। প্রসঙ্গত যশের ভোচদান কেন্দ্র সোনারপুর উত্তর।
|
হিরণ চট্টোপাধ্যায়ের ভোট
এদিকে ,খড়পুর সদরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এদিন সকালে ভোট দিয়েছেন । স্ত্রী অনিন্দিতাকে সঙ্গে নিয়ে এদিন ভোট দেন হিরণ। তাঁর কেন্দ্র উলুবেড়িয়া উত্তর। এদিন ভোট কেন্দ্র থেকেই তোলা একটি ছবি পোস্ট করে হিরণ জানান দেন তাঁর ভোট পর্বের কথা।।