আইপিএলের উদ্বোধনী ম্যাচে গত দু-বারের চ্যাম্পিয়ন তথা আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ বলে জয় ছিনিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হর্ষল প্যাটেলের বিধ্বংসী স্পেল বা এবি ডি ভিলিয়ার্সের হিসেব কষে পরিকল্পিত ব্যাটিংয়ের পাশাপাশি এই জয়ের পিছনে বড় ভূমিকা ছিল বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলের গুরুত্বপূর্ণ পার্টনারশিপের।
ম্যাচের শেষে বিরাট ও এবি দুজনেই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন গ্লেন ম্যাক্সওয়েলের। ম্যাক্সওয়েল নিজেও কিছুটা স্বস্তি পেয়েছেন প্রথম ম্যাচের পর। গত আইপিএলে ১৩টি ম্যাচে ১০৮ রান করেছিলেন ম্যাক্সওয়েল। একটাও ছক্কা মারতে পারেননি। বীরেন্দ্র শেহওয়াগ তাঁকে ১০ কোটির চিয়ারলিডার বলেও কটাক্ষ করেছিলেন।
Game Day: MI v RCB, Review
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 10, 2021
RCB players and coaches discuss the spectacular knock of ABD, Harshal Patel’s unbelievable spell, Maxi’s debut and much more on @myntra presents Game Day.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/xN3xq7Mx4R
ম্যাচের ১১তম ওভারে ক্রুণাল পাণ্ডিয়ার বলে লং অনের উপর দিয়ে যে ছক্কা হাঁকান ম্যাক্সওয়েল তাতে বল গিয়ে পড়ে চিপকের ছাদে। এমন পাওয়ারহিটিং দেখে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখা যায় বিরাট কোহলিকেও। ১০৭৯ দিন পর আইপিএলে প্রথম ছক্কা এল ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। এদিন তিনি ২৮ বলে ৩৯ রান করেন। ম্যাচের সেরা হর্ষল প্যাটেলের সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাক্সওয়েল বলেন, এটা হওয়ায় ভালো লাগছে। গত বছর একটাও ছক্কা মারতে পারিনি। তবে খরা কাটা তৃপ্তি পেয়েছি। উইকেটের অন্য প্রান্তে অধিনায়ক বিরাটের মতো কেউ থাকলে খেলা অনেক সহজ হয়ে যায়। সবমিলিয়ে প্রথম ম্যাচে ভালো শুরু করতে পারায় সন্তুষ্ট ম্যাক্সওয়েল।
ম্যাচ শেষের দুই বল আগে এবি ডি ভিলিয়ার্স রান আউট হন। শেষ দুই বলে দুই রান দরকার ছিল। পাঁচ উইকেট নেওয়ার পর জয়সূচক রানটিও আসে হর্ষলের ব্যাট থেকেই। তিনি যখন খেলতে নামেন তখন দরকার ছিল ৭ বলে ৮ রান। হর্ষল বলেন, আমি নেমেই এবি ডি ভিলিয়ার্সকে বলি আপনাকে সঙ্গত দিতে এসেছি এবং আমরাই এই ম্যাচ জিতব। জয়সূচক রান যখন ব্যাট থেকে আসে তখন সেটা বাউন্ডারি হলো কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। এই শট আলাদা তৃপ্তি দেয়। এদিন মাঠে আমরা সকলে একটা দারুণ দিন কাটালাম।