মুম্বই: গুরু-শিষ্যের লড়াইয়ে টস ভাগ্য সঙ্গ দিল ঋষভ পন্তকে৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পন্তের দিল্লি ক্যাপিটালসের৷
আইপিএলে দু’শোর বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি৷ কিন্তু শনিবার দিল্লি ক্যাপিটালসের হাত ধরে আইপিএলে অভিষেক হল নেতা পন্তের৷ প্রথম ম্যাচেই টস জিতলেন দিল্লির এই তরুণ৷ টস জিতে পন্ত বলেন, ‘পিচ কিছুটা হলেও নরম রয়েছে৷ প্রথমে ফিল্ডিং করব৷ দলে তরুণ ও অভিজ্ঞতার সংমিশ্রণ রয়েছে৷ প্রথম ম্যাচেই মাহি ভাইয়ের বিরুদ্ধে খেলতে হচ্ছে এটা দারুণ অভিজ্ঞতা৷ দলে চার বিদেশি ক্রিকেটার হলেন মার্কাস স্টওনিস, শিমরন হেটমাইয়ার, ক্রিস ওকস ও টম কারেন৷ আমরা দিল্লিতে খেলতে পারছি না, তবে এটা কোনও সমস্যা হবে না৷’
টস হেরে ধোনি বলেন, ‘আমরাও প্রথমে বোলিং করতে চেয়েছিলাম৷ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে৷ আশা করি পরের দিকে খুব বেশি শিশির পরবে না৷ দলের প্রস্তুতি খারাপ হয়নি৷ দলের চার বিদেশি ক্রিকেটার হল, ফ্যাফ ডু’প্লেসিস, মোয়েন আলি, স্যাম কারেন ও ডোয়েন ব্র্যাভো৷’ গত আইপিএলটা মোটেই ভালো যায়নি ধোনির৷ নিজের পারফরম্যান্সের পাশাপাশি দলও প্রথমবার আইপিএলের ইতিহাসে প্লে-অফে জায়গা করতে পারেনি৷ এবার অবশ্য নতুন করে শুরু করতে চান সিএসকে অধিনায়ক৷
এবারের আইপিএলে একাধিক মাইলস্টোনের সামনে মাহি৷ এবার ৩৬৮ রান করলেই আইপিএলে ৫০০০ রান স্পর্শ করবেন তিনি৷ আইপিএলে এখনও পর্যন্ত ২০৪টি ম্যাচে ধোনি করেছেন ৪,৬৩২ রান৷এছাড়াও সিএসকে-র হয়ে ২০০ ছক্কা হাঁকানোর হাতছানি রয়েছে ধোনির সামনে৷ এবার ১৪টি ছক্কা হাঁকালে সিএসকে জার্সিতে মাইলস্টোন ছুঁবেন মাহি৷
দিল্লি ক্যাপিটালস: শিখর ধাওয়ান, পৃথ্বী শ, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্ত (ক্যাপ্টেন), মার্কাস স্টওনিস, শিমরন হেটমাইয়ার, ক্রিস ওকস, টম কারেন, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র ও আবেশ খান৷
চেন্নাই সুপার কিংস: রীতুরাজ গায়কোয়াড, ফ্যাফ ডু’প্লেসিস, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন), মোয়েন আলি, রবীন্দ্র জাদেজা, স্যাম কারেন, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর ও দীপক চাহার৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.