এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের এটাওয়াহ। এদিন উত্তরপ্রদেশের এটাওয়াহর বাধেপুরার কাসাউয়া গ্রামের কাছে একটি তীর্থযাত্রীবাহী ট্রাক উল্টে যায়। ঘটনায় প্রাণ হারান ১০ জন। সেই ট্রাকে থাকা আরও ৩০ জন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে ট্রাকটি আগ্রা থেকে ফিরছিল। রাস্তার ধারে ৩০ ফিট গভির খাঁদে পড়ে যায় ট্রাকটি।
জানা গিয়েছে, ট্রাকে থাকা সকল তীর্থযাত্রী পিনাহাটা গ্রামের বাসিন্দা। তারা আগ্রা গিয়েছিলে। সেখানে লাখনা দেবী মন্দিরে পুজো দিতে যায় এই তীর্থযাত্রীরা। সেখানে থেকেই পিনহাটায় ফিরছিল তারা। ট্রাকে প্রায় ১০০ জন ছিল বলে জানা গিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যেতেই এই বিপত্তি ঘটে।
এদিকে ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ বাহিনী এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। পুলিশের তত্ত্বাবধানে ঘটনাস্থল থেকে দেহ টেনে তোলার কাজ শুরু হয়। অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। স্থানীয় মানুষরাও এই কাজে প্রশাসনের সঙ্গে হাত লাগায়।