ভোট শুরু হওয়ার আগে থেকেই যাদবপুরে উত্তেজনা। সিপিএমের এজেন্ট বিপাশা মণ্ডলকে চড় মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান সুজন চক্রবর্তী। তিনি থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন। বাম নেতার অভিযোগ তৃণমূল কংগ্রেসের এজেন্টরা। বুথে ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ। যাদবপুরের একে দাস কলেজে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।
বেহালা পূর্ব কেন্দ্রে বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রাত থেকে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। সকালেও বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ। যাদবপুরের একে দাস কলেজে সকাল থেকে উত্তেজনা। সিপিএমের মহিলা এজেন্টকে চড় মারার অভিযোগ। বিজেপির এজেন্টদেরও মারধর করা হয় বলে অভিযোগ। সিআরপিএফের সামনেই মারধর করা হয়।
যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিযোগ বামেরাই নিজেদের মধ্যে দলাদলি করছে। সেখানকার মানুষ যাতে ভোট দিতে না পারে সেকারণেই উত্তেজনা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় মজুমদার। অকারণে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কয়েকটি জায়গায়। এছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে যাদবপুরে। যদিও যাদবপুরের একাধিক বুথ থেকে তৃণমূলের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।
যাদবপুরে শহিদ স্মৃতি কলোনি বুথে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী রিঙ্কু নস্কর। তিনি অভিযোগ করেেছন বুথে বুথে তৃণমূল কংগ্রেস একাধিক ব্যক্তিকে ঢুকিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। রিঙ্কু নস্করকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের এজেন্টরা একাধিক লোককে নিয়ে বুথে ঢুকে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি।