কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করলে তৈরি আছে ছেলেরা, সপ্তগ্রামে প্রকাশ্যে হুমকি তৃণমূল প্রার্থীর

কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করলে তৈরি আছে ছেলেরা। সপ্তগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্ত। তিনি অভিযোগ করেছেন গতকাল রাত থেকে দিল্লি থেকে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে। তাঁর কাছে গতকাল রাত থেকে এই অভিযোগ আসছে বলে। কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখালে তাঁরা বসে থাকবেন না বলে জানিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর দাদাগিরি সহ্য করা হবে না বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী।

কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি

তৃতীয় দফার ভোট শেষ হতেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে সিআরপিএফকে ঘেরাও করে মহিলাদের ভোট দিতে যাওয়ার কথা বলেছিলেন। তিনি দাবি করেছেন কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। চতুর্থ দফার ভোটের আগের দিনও কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করতে ছাড়েননি মমতা। এবার দলনেত্রীর পথেই হাঁটলেন সপ্তগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী।

কেন্দ্রীয় বাহিনীকে হুমকি

সকাল থেকে চতুর্থ দফার ভোটে তপ্ত একাধিক জেলা। হুগলির সপ্তগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্ত বুথে গিয়ে রীতিমতো কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী বেশি বাড়াবাড়ি করলে আমাদের ছেলেরা তৈরি আছে বলে জানিয়েছেন তিনি। প্রার্থীর অভিযোগ গতকাল রাত থেকে কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে। তাঁদের বিজেপিকে ভোট দিতে বলছেন। বুথে কোনও রকম অশান্তি ছড়ালে কেন্দ্রীয় বাহিনীকে ছেড়ে কথা বলবে না তৃণমূল কংগ্রেস। রুখে দাঁড়াবেন তাঁরা।

কেন্দ্রীয় বাহিনীর গুলি

কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনা ঘটেছে কোচবিহারে। সকাল থেকেই উত্তপ্ত ছিল কোচবিহার। সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জন মারা গিয়েছেন বলে খবর। আহত হয়েছেন চারজন।তাঁদের মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী নিরিহ গ্রামবাসীদের উপর গুলি চালিয়েছে বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে সিআইএসএফ।তাঁদের দাবি ভোট দানে বাধা দেওয়া হচ্ছে খবর পেয়েই গ্রামে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ভোটারদের নিয়ে আসতে গেলে তাঁদের ঘেরাও করা হয় এবং রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তখনই গুলি চালাতে বাধ্য হন তাঁরা।

কমিশনের রিপোর্ট তলব

এদিকে এই ঘটনার পূর্নাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন ইতিমধ্যেই সিইওকে ফোন করে ঘটনার রিপোর্ট তলব করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কমিশনকে এর জবাবা দিতে হবে বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার প্রধানমন্ত্রী ঘটনায় মৃতদের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে ঘটনার তদন্তের কথা বলেছেন।

কোচবিহারের শীতলকুচির ঘটনায় সমবেদনা! পঞ্চায়েতের মতো ছাপ্পা ভোট দিতে পারছেন না, মমতাকে নিশানা মোদীর