LIVE

IPL highlights : ওয়াংখেড়েতে চেন্নাই-দিল্লি মহারণ, কোনও রান করে সাজঘরে ফিরলেন ধোনি

২০২১ সালের আইপিএলের প্রথম ম্যাচে রোহিত শর্মা নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই ক্রিকেট প্রেমীদের সামনে হাজির এমন এক ম্যাচ, যেখানে গুরুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় মুথোমুখি হতে চলেছেন শিষ্য। অর্থাৎ চলতি আইপিএলের দ্বিতীয় ম্যাচে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির মুখোমুথি হতে চলেছেন ফেভারিট ঋষভ পন্থ। আজ সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। করোনা ভাইরাসের আবহে এই ম্যাচ নিয়ে নানা মুহুর্তের আপডেট জানতে চোখ রাখুন ওয়ান ইন্ডিয়া বাংলার পোর্টালে।

Newest First Oldest First
8:51 PM, 10 Apr
কোনও রান না করেই নবাগত আবেশ খানের বলে প্লে-ডাউন হয়ে সাজঘরে ফিরলেন এমএস ধোনি।
8:45 PM, 10 Apr
৩৬ বলে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলে রান আউট হলেন সুরেশ রায়না।
8:38 PM, 10 Apr
১৬ বলে ২৩ রান করে আউট হলেন আম্বাতি রায়ডু।
8:36 PM, 10 Apr
২০১৯ সালের পর আইপিএলে নেমেই অর্ধশতরান করলেন সিএসকে-র সুরেশ রায়না।
8:15 PM, 10 Apr
প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট চালিয়ে খেলছেন সুরেশ রায়না।
8:14 PM, 10 Apr
একের পর এক লম্বা শট খেলে অবশেষে রবিচন্দ্রণ অশ্বিনের শিকার হলেন সিএসকে-র মইন আলি। ২৪ বলে ৩৬ রানের ছোট অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন ইংল্যান্ডর অল রাউন্ডার।
7:45 PM, 10 Apr
ক্রিস ওকসের বলে আউট হলেন সিএসকে-র ঋতুরাজ গায়েকোয়াড়।
7:40 PM, 10 Apr
দিল্লি টিম ম্যানজমেন্টের আস্থার মর্যাদা দিয়ে চেন্নাই ব্যাটসম্যান ফ্যাফ ডুপ্লেসির উইকেট নিলেন আবেশ খান। শূন্য রানে সাজঘরে ফিরলেন প্রোটিয়া ব্যাটসম্যান।
7:38 PM, 10 Apr
অভিজ্ঞ ইশান্ত শর্মা, উমেশ যাদবকে বসিয়ে তরুণ আবেশ খানকে প্রথম একাদশে জায়গা দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
7:35 PM, 10 Apr
প্রথম ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর কোনও উইকেট না হারিয়ে ৫। ঋতুরাজের ব্যাট থেকে এল দুর্দান্ত চার।
7:30 PM, 10 Apr
চেন্নাইয়ের হয়ে ব্যাট করতে নেমেছেন ফ্যাফ ডুপ্লেসি ও ঋতুরাজ গায়েকোয়াড়। বল করছেন ক্রিস ওকস।
7:24 PM, 10 Apr
দিল্লি দলে জায়গা হল না অভিজ্ঞ স্টিভ স্মিথের। অন্যদিকে রবিন উথাপ্পার পরিবর্তে তরুণ ঋতুরাজ গায়েকোয়াড়ের ওপর ওপেনিংয়ে আস্থা রাখল চেন্নাই সুপার কিংস।
7:22 PM, 10 Apr
সিএসকে-র প্রথম একাদশ : ফ্যাফ ডুপ্লেসি, ঋতুরাজ গায়োকোয়াড়, মইন আলি, সূুরেশ রায়না, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার।
7:21 PM, 10 Apr
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টইনিস, ক্রিস ওকস, রবিচন্দ্রণ অশ্বিন, অমিত মিশ্র, আবেশ খান।
7:06 PM, 10 Apr
আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে গুরু এমএস ধোনির বিরুদ্ধে টস জিতলেন ঋষভ পন্থ। চেন্নাইকে আগে ব্যাট করতে পাঠাল দিল্লি।
6:40 PM, 10 Apr
মহারাষ্ট্র
আর কিছুক্ষণ পরই টস। মাঠে মুখোমুখি হবেন মহেন্দ্র সিং ধোনি ও ঋষভ পন্থ।
6:39 PM, 10 Apr
মহারাষ্ট্র
চোটের জেরে দলের বাইরে থাকা সত্ত্বেও আইপিএল ২০২১-এর অভিযান শুরুর আগে দিল্লি ক্যাপিটালসকে শ্রেয়স আইয়ারের আবেগপ্রবণ বার্তা।
6:01 PM, 10 Apr
পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানানো হয়েছে। তবে পিচ থেকে ফাস্ট বোলাররাও সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
6:00 PM, 10 Apr
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আর কিছু সময়ের মধ্যেই চেন্নাই সুপার কিংসে্র মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস।
5:59 PM, 10 Apr
করোনার আবহে মাঠে ঢুকে খেলার দেখার ক্ষেত্রে বিসিসিআই ও আইপিএলের শীর্ষ কর্তা এবং কর্মীদের কোভিড ১৯ টেস্ট রেজাল্ট বাধ্যতামূলক করা হয়েছে।
5:58 PM, 10 Apr
গত আইপিএলের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রতিবারই এমএস ধোনির দলকে টেক্কা দিয়েছিল রাজধানী শিবির।
5:57 PM, 10 Apr
আইপিএলে এখনও পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৫ বার জিতেছে চেন্নাই সুপার কিংস। ৮ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস।