'পরীক্ষা ও টিকাকরণের' উপর জোর
ভার্চুয়াল বৈঠকে সনিয়া জোর দেন, 'পরীক্ষা ও টিকাকরণের' উপর৷ কেন্দ্রের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করে তিনি বলেছেন, 'স্বচ্ছতা থাকা প্রয়োজন৷ কংগ্রেসশাসিত রাজ্য হোক বা অন্য রাজ্য, প্রত্যেক রাজ্যের প্রকৃত সংক্রমিত ও মৃতের সংখ্যা সরকারের প্রকাশ করা উচিত৷'
'টিকাকরণ অভিযানের উপর নজর দিতে হবে'
টিকার বিষয়ে বলতে গিয়ে সোনিয়া বলেন, 'আগে আমাদের টিকাকরণ অভিযানের উপর নজর দিতে হবে৷ তারপর রফতানি ও অন্য দেশকে উপহার দেওয়ার কথা ভাবতে হবে৷' এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে রাহুল বলেছিলেন, করোনা টিকা রফতানি কমিয়ে দেশবাসীর টিকাকরণ নিশ্চিত করুক কেন্দ্র৷
টিকার ঘাটতি প্রসঙ্গে কেন্দ্রকে একহাত
রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে টিকার ঘাটতি প্রসঙ্গে কেন্দ্রকে একহাত নিয়ে সোনিয়া বলেছেন, 'মোদী সরকার পরিস্থিতি ঘেঁটে দিয়েছে - টিকা রফতানি করে ভারতে ঘাটতি সৃষ্টি করেছে৷' মহারাষ্ট্র, ওডিশা, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তিসগঢ় ও বিহার-সহ অনেক রাজ্যেই টিকার ঘাটতি দেখা দিয়েছে৷
মোদীকে চিঠি রাহুলের
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে রাহুল গান্ধী দাবি করেন যাতে আপাতত ভারত থেকে কোভিড টিকা রফতানি বন্ধ করা হয়। তবে সেই চিঠির বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশ্ঙ্কর প্রসাদ। তিনি বলেছেন, 'কংগ্রেস শাসিত রাজ্য়গুলিতে করোনা টিকার ঘাটতি হয়নি৷ কিন্তু কংগ্রেসের সদিচ্ছার অভাব রয়েছে।'