কলকাতা-উত্তর ২৪ পরগনায় সংক্রমণ হাজার ছুঁই ছুঁই, আরও ভয়াল রূপে জেলায় জেলায় করোনা

কলকাতার দৈনিক করোনা সংক্রমণ হাজার ছুঁতে চলেছে। খুব একটা পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনা। প্রত্যেক জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। ভোটের বাংলায় শহরতলির জেলাগুলিতে শুধুই উদ্বেগ। এখন ভোট শেষ করাই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। গত ২৪ ঘণ্টার শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন। উত্তর ২৪ পরগনায় ৮৮৭।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে চার হাজারের উপরে। বাংলায় ৪০৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৯৯৭। উত্তর ২৪ পরগনায় ৮৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১৫০ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৫৪৮।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৪০২৪৭। শুধু এদিনই কলকাতায় ৯৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩১৫০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৩০৫৮৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৫১৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৭৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৩১৪৪২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৪৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৪১৮৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৭০৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৪৫ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৯১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৯৩৫৭। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৮৭০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৮৯ জন। হুগলিতে ১৯১ জন বেড়ে আক্রান্ত ৩১৩০২ জন।