সোনার দাম
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৬৬১০ টাকা। অর্থাৎ শতাংশের বিচার করলে সোনার দাম ০.৪৯ শতাংশ কমেছে। তাতে যা দাঁড়াচ্ছে ২২৫ টাকা কমেছে ১০ গ্রামে। সপ্তাহের নিরিখে সোনার দাম ১২০০ টাকা বেড়েছে।
বিশ্বজুড়ে সোনার দামের পরিস্থিতি
এদিকে বিশ্বজুড়ে সোনার দাম ক্রমেই উদ্বেগে রাখছে দেশকে। একদিকে যেমন করোনা পরিস্থিতি তেমনই অন্যদিকে, করোনাকে হার মানাতে শুরু হয়ে গিয়েছে প্রভূত লড়াই। চলছে ভ্যাকসিনের কাজ। শুক্রবার বিশ্ব বাজারে সোনার দামের কমতি দেখা গিয়েছে। তবে গত তিন সপ্তাহে এই দামী ধাতু আগের তুলনায় আলাদা করে একটু চাঙ্গা হয়েছে বলে মনে করা হচ্ছে।
কলকাতায় সোনার দাম
বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৪৪০ টাকা হয়। ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৪৮,১৪০ টাকা। এদিকে আজ কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৮৫০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৪৮,৫৫০ টাকা।
অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৩,৭৪০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৭২০ টাকা দাঁড়িয়েছে। মুম্বইতে সোনার দাম ৪৪,৭০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৫,৭০০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৫, ৬৫০ টাকা হয়েছে ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে দিল্লিতে দাম হয়েছে সোনার ৪৯,৮০০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)