বাকি চার দফায় আরও খেলা হবে। এটা হাফ টাইম
শনিবার ভোট শেষে ডেরেক ও'ব্রায়েন এক ভিডিও বার্তায় বলেন, আমাদের রাজ্যে আট দফা ভোটের মধ্যে চার দফা ভোট শেষ হয়ে গিয়েছে। চার দফা ভোটেই খেলা হয়েছে। বাকি চার দফায় আরও খেলা হবে। কার্যত এটা হাফ টাইম চলছে। আমরা আত্মবিশ্বাসী, আমরা ক্ষমতায় ফিরছিই। বাংলায় জিতছি আমরাই।
দুই দলবদলু মন্ত্রী হারছেন এবার, তোপ ডেরেকের
তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো দুই প্রাক্তন সতীর্থ শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে ডেরেক বলেন, দুই দলবদলু মন্ত্রী, যাঁরা বিজেপিতে যোগদান করেছিলেন। একজন নন্দীগ্রাম থেকে লড়াই করেছিলেন। অন্যজন ডোমজুড় থেকে লড়াই করেছিলেন, তাঁরা দুজনেই হারছেন।
ডেরেক নিশানা করেন বাবুল সুপ্রিয়কেA
শুভেন্দু-রাজীবকে যেভাবে নাম না করে নিশানা করেছেন, সেই একইভাবে ডেরেক নিশানা করেন বাবুল সুপ্রিয়কে। তিনি বলেন, এক জন কেন্দ্রীয় মন্ত্রী টালিগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন বিধানসভা নির্বাচনে। তিনিও পরাজিত হচ্ছেন। আগের দিন টুইটেও বাবুল সুপ্রিয় হারছেন বলে ভবিষ্যদ্বাণী করেন ডেরেক।
মোদী-শাহ দুজনেই ভাবেন অর্থ আর ক্ষমতাই সব
ডেরেক নিশানা করতে ছাড়েননি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও। ডেরেক বলেন, মোদী-শাহ দুজনেই ভাবেন অর্থ দিয়ে সব কিছু কেনা যায়। ক্ষমতা দিয়ে সব কিছু অর্জন করা যায়। কিন্তু অর্থ দিয়ে মুখের হাসি কেনা যায় না। ক্ষমতা দিয়ে ভালোবাসা অর্জন করা যায় না। বাংলা যে মমতাদিকে ভালোবাসে। তাই বাংলাকে আপনারা কিনতেও পারবেন না, অর্জন করতেও পারবেন না।