প্রশান্ত কিশোরের বার্তা
এদিকে, লিকড অডিও প্রকাশ্যে আসতেই তৃণমূল শিবিরে কার্যত অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দুপুর নাগাদ বিজেপির তরফে একটি এক প্রেস কন্ফারেন্স করা হবে বলে খবর । যেখানে স্বপন দাশগুপ্ত থেকে অমিত মালব্যরা থাকছেন বলে খবর। এদিকে এমন এক পরিস্থিতিতে প্রশান্ত কিশোর এই লিকডি ভিডিওর প্রতিক্রিয়া দিতে গিয়ে কটাক্ষের সুরে জানিয়েছেন, ' নেতাদের মুখের কথার থেকে ক্লাবহাউসের গল্পকে যে খুব সিরিয়াসলি নিয়েছে বিজেপি তা দেখে দারুন লাগছে।' এরপরই চ্যালেঞ্জের সুরে প্রশান্ত জানান,
' একটা অংশের কথা প্রকাশ না করে বিজেপি যেন গোটা আলোচনা পর্বের কথাই জানায়।'
ভোট কৌশল ও কৌশলী
প্রসঙ্গত, প্রশান্ত কিশোরের এই অডিও টেপ প্রকাশ করে বাংলার বুকে এক নয়া 'খেলা' বিজেপি শুরু করেছে বলে দাবি অনেকের। খোদ ভোট কৌশলীকে নয়া ভোট কৌশলে বিজেপি কুপোকাত করতে চাইছে বলে মনে করছেন অনেকেই। আর সেই কারণেই চতুর্থদফার ভোটের মাঝে এমন এক অডিও প্রকাশ্যে আনা হল বলে দাবি বহু মহলের।
লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া
প্রশান্ত কিশোরের অডিও টেপের প্রকাশ্যে আসার ঘটনাকে কেন্দ্র করে বিজেপির চুঁচুড়া কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'প্রশান্ত কিশোর জানেন, মোদীজিই সেরা। তিনি সোনার বাংলা তাঁরই নেতৃত্বে তৈরি হবে। শুধু মানুষকে বোকা বানাতে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছেন। '
এককালে প্রশান্তের বিরুদ্ধে ক্ষোভের জেরেই দলত্যাগী রাজীব কী বললেন?
প্রসঙ্গত, রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড়ের প্রার্থী। এবারে নিজের গড় থেকে শক্তি পরীক্ষার লড়াইয়ে বিজেপির তরফে ভোটে নেমেছেন রাজীব। আগেই তিনি জানান দেন, দিদির শিবিরকে চ্যালেঞ্জে ফেলতে তিনিও অন্যতম স্ট্রাইকার বিজেপির। আর এই রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি ব্যর্থ। তৃণমূল কার্যত শেষ হয়ে যাচ্ছে। শুধু নরেন্দ্র মোদীর স্ট্র্যাটেজি চলবে।
এদিনও নিজের বক্তব্যে অনড় প্রশান্ত
এদিকে, প্রশান্ত কিশোর এদিনও একটি টুইট করে নিজের পুরনো বক্তব্যে অনড় ছিলেন। সাফ জানান, 'আমি আগেও বলেছি, আর ফের একবার বলছি বিজেপি বাংলায় ১০০ আসন ছাড়িয়ে যাবে না। ' এর সঙ্গেই তিনি দাবি করেন যাতে যে অডিও লিক হয়েছে তার সম্পূর্ণ অডিও রেকর্ডিং বিজেপি প্রকাশ করে।