শিলিগুড়ি: লড়াইটা এখানে বামেদের সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির। উত্তরবঙ্গের রাজধানী তথা দেশের চা বাণিজ্যের অন্যতম কেন্দ্রের দখল ধরে রাখতে মরিয়া সিপিআইএম। বিধানসভা ভোটে রাজ্যের অন্যতম হেভিওয়েট প্রার্থী অশোক ভট্টাচার্য লড়ছেন শিলিগুড়ি থেকে।
হেভিওয়েট নেতা অশোক ভট্টাচার্যের সমর্থনে বামেদের পোস্টার গার্ল তথা নন্দীগ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি পৌঁছে গেলেন শিলিগুড়ি। শুক্রবার বাগডোগরা বিমান বন্দরে তাঁকে সংবর্ধনা জানান বাম যুবকর্মীরা।
নন্দীগ্রামে মীনাক্ষী মুখার্জির ভোট লড়াই ইতিমধ্যে তীব্র আলোচিত। দুই হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মীনাক্ষী সংযুক্ত মোর্চার প্রার্থী। প্রকাশ্যে তাঁকে হুমকি দেওয়া হয় নন্দীগ্রামেই। সেখানে ভোট মিটতেই রাজ্য জুড়ে মীনাক্ষীর প্রচার চলছে।
এদিকে বিজেপির পক্ষে শিলিগুড়িতে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শনিবার জনসভা করবেন। দলীয় প্রার্থী সদ্য সিপিআইএম ত্যাগী শংকর ঘোষের হয়ে প্রচারে মোদীর সঙ্গে থাকবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শিলিগুড়িতে এখন মোদী ও মীনাক্ষীর প্রচার যুদ্ধ। বাম ঘাঁটি হিসেবে পরিচিত দার্জিলিং জেলার এই আসনটির দিকে নজর রাজ্যবাসীর।
বাম জমানার পুরমন্ত্রী তথা বর্তমান বিধায়ক ও স্থানীয় পুরনিগমের বিদায়ী প্রশাসক অশোক ভট্টাচার্য গত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে জয়ী হন। এবার তিনি সংযুক্ত মোর্চার বাম প্রার্থী।
তৃণমূলের এক দশকের শাসনে রাজ্যে একমাত্র শিলিগুড়ি পুর নিগম বাম দখলে। এখানে দাঁত ফোঁটাতে অক্ষম মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে তাই অশোক ভট্টাচার্যকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা।
তবে অশোক ভট্টাচার্যের অন্যতম সহযোগী শংকর ঘোষ বিজেপি তে যাওয়ার পর শিলিগুড়ি সরগরম। তাঁকে প্রার্থী করায় বিজেপি অভ্যন্তরেও দ্বন্দ্ব জমাট হয়েছে। সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্যের দাবি, যে শিবির ছেড়ে গেছে তাকে নিয়ে ভাবতে চাইনা।
তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে প্রার্থী করেছে বিশিষ্ট অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র কে। তিনি বহিরাগত এই অভিযোগে টিএমসির অভ্যন্তরেই ক্ষোভ প্রবল। যদিও শিলিগুড়ি থেকেই মহামিছিল করে নির্বাচনী অভিযান শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অশোক ভট্টাচার্যের হয়ে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। হামরো সিকিম পার্টির সুপ্রিমো বাইচুং গত ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে শিলিগুড়িতে প্রার্থী হন। তিনি পরাজিত হন অশোক ভট্টাচার্যের কাছে। এরপর টিএমসি ছেড়ে সিকিমে নতুন দল গঠন করেছেন। বাইচুং বার্তা দিয়েছেন, অশোক ভট্টাচার্য দেশের সেরা নেতা। শুধু বাইচুং নন, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বন্ধু অশোকবাবু।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.