তৃণমূলের জয় এবং মমতার হ্যাটট্রিকের বার্তা
ভোটের ফলের জন্য অপেক্ষা করতে হবে আরও তিন সপ্তাহ। তার আগে শুক্রবার টুইট করে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন ডেরেক। তিনটি পয়েন্ট তুলে ধরে তিনি বাংলায় তৃণমূলের জয় এবং বাংলার কুর্সিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিকের বার্তা দিলেন। ভোটের আগের দিন তাঁর এই টুইট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
|
ডেরেকের টুইটে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট
ডেরেক ও'ব্রায়েন তাঁর টুইটে লেখেন- এক, আমরা বাংলা জয় করেছি। দুই আমরা নন্দীগ্রাম ইতিমধ্যেই জয় করেছি। আর তিন, যে কেন্দ্রীয়মন্ত্রী এখানে প্রার্থী হয়েছেন তিনি হারবেন। ইংরেজি ও বাংলায় পৃথক পৃথকভাবে তিনি লেখেন এই তিনটি পয়েন্ট। ভোট শেষের আগেই জয়ের বার্তা তে তিনি দিলেনই, নন্দীগ্রামে মমতা জিতবেন বলে জানানোর পাশাপাশি বাবুল সুপ্রিয় হারবেন বলেও ভবিষ্যদ্বাণী করেন।
বাংলা-জয় ও নন্দীগ্রাম জয় নিয়ে ডেরেক-বার্তা
শুধু ডেরেক ও'ব্রায়েন বা তৃণমূল কংগ্রেস নয়, বাংলা জয় কিংবা নন্দীগ্রামে জয়ের দাবি করছে বিজেপিও। শুভেন্দু অধিকারীর শরীরী ভাষায় যেমন ভোটের দিন থেকেই জয়ের দাবি করে আসছিল, তেমনই বয়ালের ঘটনার পরও আত্মবিশ্বাসী লেগেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর থেকে দু-দলই দাবি করে আসছে, তারাই জিতছেন নন্দীগ্রামে।
বাবুল সুপ্রিয়কে নিয়ে ভবিষ্যদ্বাণী ডেরেকের টুইটে
চতুর্থ দফা ভোটের আগে ডেরেক বাবুল সুপ্রিয়কে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছেন, তা নিয়েই বেশি চর্চা হচ্ছে। বিধানসভায় বিজেপির টিকিট পেয়েছেন বাবুল সুপ্রিয়। বাবুলের বিরুদ্ধে টালিগঞ্জে তৃণমূলের প্রার্থী অরূপ বিশ্বাস। ডেরেক ভোটের আগেই কায়দা করে অরূপ বিশ্বাসের জয়ধ্বনি করলেন।