বাংলায় চতুর্থ দফা ভোটের একদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিককে সরিয়ে দিন নির্বাচন কমিশন। শুক্রবার এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীকে কেন সরিয়ে দেওয়া হল, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেয়নি কমিশন।