মদন মিত্রের সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে, কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী কমিশনকে জানালেন বিস্তারিত তথ্য

নির্বাচনী নিয়ম মাফিক ,সমস্ত প্রার্থীকেই নিজের সম্পত্তির পরিমাণ জানাতে হয়। কমিশনের কাছে দিতে হয় নিজের আয় ব্যায়ের হিসাব। উল্লেখ্য, বাংলার রাজনীতিতে মদন মিত্র একটি চর্চিত নাম। কামারহাটি কেন্দ্রের এই তৃণমূল নেতা কেবল মমতা মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রীই ছিলেন না, সারদা মামলায় তাঁর নাম জড়ানোর ঘটনাও বাংলার রাজনীতিতে তাঁকে বহুবার আলাদা করে খবরে আনে। দেখে নেওয়া যাক, কামারহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী মদন মিত্রের সম্পত্তির পরিমাণ কত।

হলফনামায় কোন তথ্য দিলেন মদন মিত্র

২৪ মার্চ মনোনয়ন জমা দেন মদন মিত্র। সেই মনোনয়নে দায়ের করা হলফনামায় জানানো হয়, মদন মিত্রের মোট আয়ের পরিমাণ ২০১৯-২০ আর্থিক বছরে ছিল ৪ লক্ষ ৫৪ হাজার ৩৭২ টাকা। তাঁর স্ত্রী অর্চনা মিত্রের আয় ছিল ৯০ হাজার ৩৩৬ টাকা।

মদন মিত্রের নগদের পরিমাণ

মদন মিত্র নির্বাচনী হলফনামায় জানান, মনোনয়ন পেশের সময় তাঁর হাতে ছিল ২৮ হাজার ৩৫৫ টাকা। মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রের হাতে নগদের পরিমাণ রয়েছে ৭ হাজার ৫৫০ টাকা। প্রসঙ্গত, কামারহাটির বুকে জোরালো প্রচারে নেমে নজর কেড়েছেন মদন মিত্র। তেমনই তাঁর সম্পত্তির পরিমাণও নজর কাড়তে শুরু করেছে।

ব্যাঙ্কে কত টাকা রয়েছে মদন মিত্রের?

নির্বাচনী হলফনামা বলছে, মদন মিত্রের ১ কেটি ২ লক্ষ ৯৬ হাজার ২৯১ টাকা ব্যাঙ্কে জমা রয়েছে। সেদিক থেকে মদন মিত্রের স্ত্রীয়ের ব্যাঙ্কে রয়েছে ১৬ লক্ষ ৭২ হাজার ২৪৫ টাকা। মদন মিত্রের জীবনবীমা পলিসি রয়েছে সাড়ে ৭ লাখ টাকার। মদন মিত্রের স্ত্রীয়ের নামে বীমা করা রয়েছে ২ লাখ ৬৪ হাজার ৮৯৭ টাকা।

মদন মিত্রের নিজের নামে গাড়ি নেই

হলফনামায় মদন মিত্র জানিয়েছেন তাঁর নিজের নামে কোনও গাড়ি নেই। তাঁর স্ত্রী অর্চনা মিত্রের নামে ২ টি গাড়ি রয়েছে। যার দাম ১২ লক্ষ ৮ হাজার টাকা। মদন মিত্র জানিয়েছেন, তাঁর নামে রয়েছে ২ টি বাড়ি। যার দাম ৪৭ লক্ষ টাকার কিছু বেশি। তাঁর স্ত্রীর নামে রয়েছে ৫১ লক্ষ ১৯ হাজার, ৬৬০ টাকা মূল্যের আরও একটি উপহার হিসাবে পাওয়া বাড়ি।

সোনার পরিমাণ

৭৫ গ্রাম সোনা রয়েছে কামারহাটির তৃণমূল প্রার্থীর। যার মূল্য ২ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা। মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রের কাছে রয়েছে ২৪৪ গ্রাম সোনা। যার মূল্য ৯ লক্ষ ৫১ হাজার ৬০০ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণর হিসাবে, মদন মিত্রের কাছে রয়েছে ১ কোটি ৩৩ লক্ষ ৯৯ হাজার ৮৬৭ টাকা। অর্চনা মিত্রের কাছে রয়েছে ৪৩ লাখ ৫৪ হাজার ৩২০ টাকা।