সিআরপিএফকে ঘেরাও করুন
বুধবার কোচবিহারের সভা থেকে সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় দফার ভোটে বিজেপির হয়ে কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। এমনই অভিযোগ করেছিলেন তিনি। কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে মহিলাদের ভোট দিতে যাওয়ার কথা বলেছিলেন মমতা। মূলত মহিলাদের একজোট হয়ে সিারপিএফকে ঘেরাও করার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতাকে নোটিস
মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআরপিএফকে ঘেরাও করার মন্তব্যের প্রতিবাদে কমিশনে নালিশ জানিয়েছিল বিজেপি। তারপরেই কমিশন পদক্ষেপ করে। ঠিক চতুর্থ দফার ভোটের আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাঁকে শনিবার সকাল ১১টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিজেপির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার পরামর্শ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর অপমান করছেন।
কমিশনে নালিশ বিজেপির
সিআরপিএফকে েঘরাও করতে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সেনাবাহিনীর অপমান করছে। দেশে সেনা বাহিনীর অপমানের অর্থই হল দেশের বিরুদ্ধে কথা বলা। মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রবিরোধী কথা বলেেছন বলে কমিশনে নালিশ জানায় বিজেপি। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের মর্যাদা কেড়ে নেওয়ার দাবিও জানিয়েছে বিজেপি।
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ
তিন দফার ভোট হয়ে গিয়েছে রাজ্যে।তিন দফার ভোটেই কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করেছে বলে অভিযোগ। সুজাতা কাণ্ডে রাজ্য পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন আরামবাগের ওসির উপরে নজর রাখছি।