ত্রিশঙ্কু হলে মমতা হয়তো বিজেপির হাত ধরবেন
অধীর চৌধুরী বলেন, ভোট পরবর্তী পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের কোনও বার্তা তিনি দেননি। তাঁর কথাকে বিকৃত করে পরিবেশন করা হয়েছে। তিনি বলেন, মমতা সমর্থনের সংযুক্ত মোর্চার দিকে সমর্থনের হাত বাড়ালে ভেবে দেখবেন তাঁরা। তবে আমরা মনে করছি না রাজ্যে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ত্রিশঙ্কু হলে মমতা হয়তো বিজেপির হাত ধরবেন।
সংযুক্ত মোর্চা বাংলায় সরকার গঠন করতে চলেছে!
শুক্রবার বহরমপুরে কংগ্রেসের দফতরে সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরী বলেন, সেদিন আমাকে প্রশ্ন করা হয়েছিল ত্রিশঙ্কু হলে কি তৃণমূল সমর্থন করবে কংগ্রেস? আমি তার উত্তরে বলেছিলাম, ত্রিশঙ্কু হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই আমরা মনে করছি। কারণ সংযুক্ত মোর্চা বাংলায় সরকার গঠন করতে চলেছে।
উল্টো কথা পরিবেশিত হল বক্তব্য বিকৃত করে
তিনি বলেন, যদি এমন হয় সংযুক্ত মোর্চা সরকার গঠন করার জায়গায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভুল বুঝতে পেরে সংযুক্ত মোর্চাকে সমর্থন করতে চান। তা হলে আমরা ভেবে দেখতে পারি। আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম। সেটাকে ঘুরিয়ে দিয়ে বলা হল, ত্রিশঙ্কু হলে আমরা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব।
বিজেপির সঙ্গে জোট করে বাংলার ভোটে লড়েছেন মমতা
শুক্রবার তিনি আবার একটা ব্যাখ্যা দিয়েছেন যে, যদিন ভোটের ফল ত্রিশঙ্কু হয় বিজেপির সঙ্গে তৃণমূলের ভোট পরবর্তী জোট হতে পারে। ত্রিশঙ্কু হলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হাত ধরতে পারে। অতীতে মমতা বিজেপির সঙ্গে জোট করে বাংলার ভোটে লড়েছেন। তাই তিনি সরকার গড়তে বিজেপির দ্বারস্থ হতেই পারেন।
নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে অধীর
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশনের নোটিশ প্রসঙ্গে অধীর বলেন, মুখ্যমন্ত্রীকে নির্বাচন কমিশন কোনও নোটিশ দিয়েছে কি না আমার জানান নেই। কমিশন যদি মনে করে কিছু করার, তা করবে। আর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মমতার উষ্মা প্রসঙ্গে অধীর বলেন, এই কেন্দ্রীয় বাহিনীর উপর রাজ্য-কেন্দ্রীয় সরকার বা আমাদের সবাইকেই নির্ভর করতে হয়। তাই তারা রাতারাতি শত্রু হয়ে যাবে, তেমন রাজনীতি আমরা করি না।