আইপিএল ২০২১: উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত 'চেজমাস্টার' বিরাট কোহলির

টসে জিতে আইপিএলের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। গতবছরের আইপিএলে সেভাবে টস ভাগ্য সঙ্গ দেয়নি বিরাটের। তবে নয়া মরশুমে টস ভাগ্য ফিরে পেয়েছেন বিরাট। বেঙ্গালুরুর এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম বল করে পরবর্তীতে লক্ষ্য তাড়া করা দলের দিকেই পাল্লা ভারী থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তাই টসে জিতে ফিল্ডিং করার বিষয়ে দুই বার ভাবেননি বিরাট। টসে রোহিতও জানান যে তিনি টসে জিতলেও ফিল্ডিং নিতেন।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই৷ রোহিত শর্মার নেতৃত্বে টানা তৃতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে নামছে নীল বাহিনী৷ খাতায় কলমে মুম্বই ইন্ডিয়ান্স যথেষ্ট শক্তিশালী দল৷ টিমের প্রতিটি সদস্য অন্তত চারবছর ধরে দলের সঙ্গে যুক্ত রয়েছেন৷ সাফল্যের ফর্মুলা তাদের অজানা নয় ৷ তবে আজ রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে একটু চাপে থাকবে মুম্বই ৷ কারণ ইতিহাস বলছে গত ৮ বছর ধরে আইপিএলে প্রথম ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ কিন্তু প্রতিবারই প্রাথমিক ধাক্কা কাটিয়ে টুর্নামেন্টে প্রবলভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা৷ আজ বিরাট কোহলির দলের বিরুদ্ধে রোহিত অ্যান্ড কোং এই রেকর্ড ভাঙতে পারে কি না দেখার বিষয়৷

এদিকে প্রতিবারই টুর্নামেন্ট জুড়ে ফর্ম হাতড়াতে দেখা গিয়েছে ব্যাঙ্গালোর টিমকে৷ ট্রফি তো দূর, প্লে অফে ওঠাই তাদের কাছে দুঃসাধ্য ব্যাপার৷ তবে গতবার প্লে অফে উঠেছিল কোহলির দল৷ এবার আরও একধাপ এগোবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এমনটাই আশা কোহলির৷ ১৪তম আইপিএল বিরাটের কাছে অন্যতম চ্যালেঞ্জিং মরশুম৷ কারণ ২০০৮ সাল থেকে দলটিকে নেতৃত্ব দিলেও ট্রফি তুলে দিতে পারেননি৷ প্রচুর সমালোচনা হয়েছে৷ তবুও জাতীয় দলের অধিনায়কের থেকে বিশ্বাস হারায়নি আরসিবি কর্তৃপক্ষ৷ সেই ভরসার মান রাখতে মরিয়া কোহলি৷