মুম্বই: অভিনেত্রী রুক্মিণী মৈত্র বলিউডে ডেবিউয়ের মুম্বাই এর শুটিংয়ের ফাইনালি শেষ হলো। অর্থাৎ অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং বিদ্যুৎ জামাল অভিনীত ছবি ‘সনক’ এর মুম্বই পর্বের শুটিং শেষ হল। এই ছবি নিয়ে শুধু অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও বলি মহল নয়, সমানভাবে উচ্ছ্বসিত এবং উত্তেজিত বাংলা সিনেমা প্রেমীরাও। কারণ তাদের প্রিয় অভিনেত্রী এবং দেবের প্রেমিকা রুক্মিণীর বলিউড ডেবিউ বলে কথা।

সেকথা অভিনেত্রী জানিয়েছেন তাঁর সোশ্যাল সাইটে। সোশ্যাল সাইটে মুম্বই পর্বের শুটিংয়ের শেষ হওয়ার কথা শেয়ার করে তিনি জানিয়েছেন, ‘সনক’ ছবির জন্য তার যাত্রা একটি রোলার কোস্টার রাইড এর মতন হলেও এটা তাঁর কাছে দারুণ এক আনন্দের কাজ। সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই ছবিতে বিদ্যুৎ জামাল (রুক্মিণীর সহ-অভিনেতা), আশিন এ শাহ (ছবির প্রযোজক), চন্দন রায় সান্যাল (অভিনেতা) ও নেহা ধূপিয়া (ছবির অভিনেত্রী) কে দেখা না গেলেও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।

এছাড়া তাঁদের মুম্বাই পর্বের শুটিং শেষ আমাদের ছবি শেয়ার করে অভিনেত্রী একটি সতর্কবার্তা দিলেন তাঁর অনুরাগীদের জন্য। এই ছবিতে দেখা যাচ্ছে কারুর মুখে মাস্ক নেই। অভিনেত্রী আলাদা করে উল্লেখ করে দিলেন,’ মুখের মাক্স সরিয়ে ফেলা হয়েছে শুধুমাত্র ছবিটি তোলার জন্য , কারণ কোভিড প্রটোকল শুটিং ফ্লোরে স্ট্রিকক্টলি মেনটেন করা হচ্ছে’।

প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। ‘সনক’ ছবির শুটিং করতে গিয়ে মুম্বইতে কোভিড আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে নিজের চিকিৎসা করিয়েছিলেন তিনি। একুশ দিন পর সুস্থ হয়ে সে খবর তিনি ভাগ করে নিয়েছিলেন সবার সঙ্গে। মুম্বইতে তাঁর মায়ের কোভিড টেস্ট করানো হলে তাঁর মায়ের কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। গত একুশ দিন ধরে হাসপাতালে থাকায় স্বাস্থ্যজনিত কারণে তিনি সে খবর তৎক্ষণাৎ তাঁর অনুরাগীদের জানাতে পারেননি। যাই হোক সব বাধা পেরিয়ে রুক্মিণী মৈত্র তার প্রথম বলিউড ডেবিউ সেরেই ফেললেন। এখন অপেক্ষা শুধু ছবি মুক্তির।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra)

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।