চতুর্থ দফা ভোটের ৪৪ আসনে লোকসভা নির্বাচনের নিরিখে কোন পার্টি কোথায় এগিয়ে, একনজরে পরিসংখ্যান

রাত পোহালেই বাংলার ভোট উৎসবের 'চতুর্থী'। এই চতুর্থ দফার ভোটে পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ কিছু কেন্দ্র রয়েছে। আর সেই সমস্ত কেন্দ্রকে নজরে রেখে একনজরে দেখা যাক, লোকসভা ভোটের ফলাফলের নিরিখে ২০২১ বিধানসভায় চতুর্থদফার ভোটে যে কেন্দ্রগুলি রয়েছে , তাতে পোক্ত পিচে কোন দলগুলি রয়েছে।

হুগলি

রাত পোহালেই যে সমস্ত আসনে নির্বাচন তাতে হুগলির একাধিক আসন রয়েছে। উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড় (এসসি), পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা কাল ভোট ময়দানে নামছে। প্রসঙ্গত, এখানের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবার গেরুয়া শিবিরের প্রার্থী। ইতিমধ্যেই এই এলাকা থেকে তিনি লোকসভায় বিপুল ভোটে জয়লাভ করেন। ২০১৯ লোকসভায় সিঙ্গুর, বলাগড়, চুঁচুড়া, সপ্তগ্রাম কেন্দ্র থেকে বিজেপি এগিয়ে ছিল। অন্য়দিকে, সেবার চন্দননগরে রাশ ধরে রেখেছিল তৃণমূল। এই চন্দননগর থেকে এবারে তৃণমূলের প্রার্থী ইন্দ্রনীল সেন।

শ্রীরামপুর

চাঁপদানি থেকে চণ্ডীতলা , উত্তরপাড়া ও ডোমজুড় কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীরামপুর বাদে প্রায় সমস্ত বিধানসভাতেই কার্যত ২০১৯ লোকসভা ভোটে দাপট টিকিয়ে রাখে তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী লোকসভায় ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার ৫ বিধানসভা আসন থেকেই কার্যত লোকসভা ভোটে ম্যাচ বের করে নেয় বিজেপি! সেবার বিজেপির জন বার্লা বনাম দশরথ তিরকের লড়াই ছিল চোখে পড়ার মতো। বর্তমানে দশরথ তিরকে বিজেপিতে যোগ দিয়েছেন।

কুমরাগ্রামে ২০১৯ লোকসভায় তৃণমূলকে চরম টক্কর দেয় বিজেপি। এছাড়াও বাকি আসনে চোখে পড়ার মতো ভোটে এগিয়ে ছিল বিজেপি।

হাওড়া

হাওড়ায় হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, পাঁচলা কেন্দ্রে ২০১৯ লোকসভায় হাওয়া ছিল তৃণমূলের দিকে। বালি ছিল তৃণমূলের পোক্ত গড়। তবে হাওড়া উত্তরে প্রায় ৩ হাজার ভোটে ফারাকে বিজেপি এগিয়ে ছিল ২০১৯ লোকসভা ভোটে। উলুবেড়িয়া লোকসভা আসন থেকে উলুবেড়িয়া পূর্বে তৃণমূল পিচ পোক্ত রেখেছিল সেবার।

কোচবিহার

কোচবিহারের শীতলকুচি ও সিতাই কেন্দ্র থেকে ২০১৯ লোকসভা ভোটে এগিয়ে ছিল তৃণমূল। এই জেলার অন্যান্য আসন মাথাভাঙা, কোচবিহার, উত্তর ,দক্ষিণ , দিনহাটা, নাটাবাড়ি কেন্দ্রে গত লোকসভা ভোটে বিপুল সাফল্য পান নিশীথ প্রামাণিক।

কলকাতার বুকের চিত্র

কলকাতার কসবায় রাত পোহালেই ভোট। সেখানে কার্যত স্টার ফাইট রাত পোহালেই। কসবা থেকে লোকসভা ভোটে মমতা শিবির বহু ভোটে বিজেপিকে পিছনে ফেলে দেয়। এদিকে, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলা, বজবজ, মেটিয়া্রুজের মতো কেন্দ্র থেকে অভিষেক এগিয়ে যান।

নজরে কলকাতার তাবড় কেন্দ্র

লোকসভা আসনের নিরিখে দেখলে যাদবপুর লোকসভার অন্তর্গত রয়েছে বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর কেন্দ্রগুলি। লোকসভা ভোটে যাদবপুর, সোনারপুর, টালিগঞ্জের মতো বিধানসভা কেন্দ্রে লিড ধরে রাখে তৃণমূল। এই যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মিমি জয়লাভ করেন বামেদের বিকাশরঞ্জন ভট্টাচার্যকে হারিয়ে। সেক্ষেত্রে সোনারপুর দক্ষিণে মিমির ঝুলিতে বহু ভোট পড়ে যায়।

২০১৬ এর ফলাফল

২০১৬ সালে কোচবিহারের ৯ টি আসনের ৮টি তৃণমূলের ছিল, ১ টি বামেদের। আলিপুরদুয়ারে ৫ টিতে ৪ টি ঈসনেই তৃণণূল কংগ্রেস জিতে যায়। এনডিএ জিতে যায় ১ আসনে। হাওড়ার ১৬ আসনে ১৫ টিতে জয় লাভ করে তৃণমূল, একটি পায় ইউপিএ। হুগলিতে ১৮ টির মধ্যে ১৬ টি যায় ঘাসফুলের ঘরে। ১ টি পায় বামেরা,১টি পায় ইউপিএ।

ভোটের কাজে থাকা বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকে না, জানা উচিত মুখ্যমন্ত্রীর! তীব্র আক্রমণ শাহের

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।