'অমিত শাহকে কন্ট্রোল করুন,' মোদীর উদ্দেশে সুর চড়িয়ে 'ষড়যন্ত্র' এর তত্ত্ব খাড়া মমতার

এদিনও মেমারির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অনেক পুলিশকে কেনা হচ্ছে'। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভার প্রথম থেকেই অমিত শাহকে টার্গেট করেন। তিনি সুর তুলে অমিত শাহের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর অভিযোগ তোলেন।

'অমিত শাহ প্ল্যান করে করেছেন'

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'মাথাভাঙায় আমার প্রার্থী কালকে মেরেছে। এসব অমিত শাহ প্ল্যান করে করছেন। ' অমিত শাহের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর অভিযো তুলে মমতা বলেন, 'জানে ইলেকশনে হেরে যাচ্ছে তাই ম্যানিপুলেট করবার জন্য এমনটা করছেন।.. কালকেও আমার খানাকুলের কর্মীদের মারধর করেছে।'

'অমিত শাহ সব জানেন'

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, অমিত শাহ সমস্ত জানেন এই হামলাগুলির বিষয়ে। তারসঙ্গে সঙ্গেই মমতার প্রশ্ন, 'কীসের জন্য একটা হোম মিনিস্টার বাংলায় বসে চক্রান্ত করবে বাংলার বিরুদ্ধে?' অমিত শাহ বিরুদ্ধে কার্যত মমতা এদিন হিংসা ছড়ানোর অভিযোগ তোলেন।

'কন্ট্রোল করুন অমিত শাহকে'

'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলব কন্ট্রোল করুন হোম মিনিস্টারকে ফার্স্ট। দাঙ্গা লাগাচ্ছে, খুন করছে, অন্য পুলিশদের অসৎপথে নিয়ে যাচ্ছে। এতে বিজেপির সুনাম হবে না।' এদিন এমনই বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'আমি জানি আপনারা আমায় খুন করার প্ল্যান করবেন'

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তোপ দাগেন মেরুকরণের রাজনীতি নিয়ে। মমতা চাঁচাছোলা ভাষায় সুর চড়িয়ে বলেন, 'আমি এসব কথা বলার পর আমি জানি, আপনারা আমায় খুন করার প্ল্যান করবেন। আমার পা টায় চোট করে দিয়েছেন... আমার যায় আসেনা .. যতদিন বাঁচব বাঘের বাচ্চার মতো বাঁচব। '

অনড় মমতা

প্রসঙ্গত সিআরপিএফ নিয়ে কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য রাখেন। সেই বক্তব্যের প্রেক্ষিতে মমতাকে নেটিসও পাঠায় কমিশন। এদিনের পর পর সভায় মমতা জানান, 'যতক্ষণ বিজেপির হয়ে কাজ করবে সিআরপিএফ নিয়ে বলবই'।

কোনও দিনও ঝুঁকব না

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাফ জানান, রাজ্যপুলিশের বহু 'উপরতলার' অফিসার বিজেপির পক্ষে হয়ে গিয়েছেন এখন। মমতা সেই সূত্র ধরে বলেন, ধমকে বা চমকে লাভ নেই। তিনি কোনও দিনই মাথা ঝোঁকাবেন না। মমতা সাফ জানান, 'এরপর ৩৬৫ দিন আমরাই এখানে থাকব।' নন্দীগ্রামে মৃত তৃণমূল কর্মীর প্রসঙ্গ উত্থাপন করে বিজেপিকে তোপ দিতেও ছাড়েননি তিনি।

'কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে, যতক্ষণ এসব করবে ততক্ষণ বলবই', ফের বিস্ফোরক মমতা

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।