কোথায় লড়াই?
বাংলার বুকে চতুর্থদফার ভোটে ৪৪ আসনে লড়াই হতে চলেছে ১০ এপ্রিল। এই পর্বে ভোট দিতে চলেছেন হুগলি জেলার বাকি অংশের মানুষ। ভোট হবে হাওড়ার বাকি অংশে। এছাড়াও ভোট পর্ব চলবে দক্ষিণ ২৪ পরগনার বাকি অংশে। অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট সংঘাত দেখা যাবে ১০ এপ্রিল।
২০১৬ নির্বাচনের নিরিখে ৪৪ আসনের পরিস্থিতি
চতুর্থদফার ভোটে দক্ষিণ ২৪ পরগনার ৩১ আসনের মধ্যে ১১ আসেন মহিলা ভোটব্যাঙ্ক পোক্ত রয়েছে। অন্যদিকে, কোচবিহারের ৯ আসন, আলিপুরদুয়ায়েরর ৫ আসন, হাওড়ার ১৬ টির মধ্যে ৯ আসন, হুগলির ১৮ টার মধ্যে ১০ আসন ও দক্ষিণ ২৪ পরগনার ৩১ টির মধ্যে ১১ আসনে ভোট হবে।
২০১৬ সালের ফলাফল ও বিজেপি-তৃণমূলের শক্তি
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় সেভাবে রাজ্যে বিজেপির দাপট পরিলক্ষিত হয়নি। সেইবারে এই ৪৪ বিধানসভা নির্বাচনে বিজেপি দখল করেছিল ১ টি মাত্র আসন। বামেরা পেয়েছিল ৩ আসন। আর তৃণমূলের দখলে ছিল ৩৯ টি আসন। কংগ্রেস জিতেছিল ১ টি আসন।
২০১৬ ভোটের নিরিখে ৪৪ টি আসনে ভোট শতাংশ
২০১৬ সালের ভোটে ৪৪ আসনে ৪৬.০২ শতাংস ভোট তৃণমূলের দখলে যায়। পদ্মশিবির সেবার ১২.৩ শতাংশ ভোট নিজের দখলে রাখে এই ৪৪ আসনে। বামেদের দখলে ছিল সেবার ২৮.৭৯ শতাংশ। আর কংগ্রেস দখলে রেখেছিল ৬.৭১ শতাংশ। প্রসঙ্গত, এবার কংগ্রেস ও বামেরা জোট বেঁধেছে। সঙ্গে রয়েছে আব্বাস শিবিরের আইএসএফ। যারা ভোটের যুদ্ধে সংখ্যালঘু শিবিরকে কাছে পেতে চাইছে।
গত বিধানসভা ভোটের ফলাফলে আগামীকালের ভোট যুদ্ধের ৫ জেলা
পরিসংখ্যান বলছে, ২০১৬ সালে কোচবিহারের ৯ টি আসনের ৮টি তৃণমূলের ছিল, ১ টি বামেদের। আলিপুরদুয়ারে ৫ টিতে ৪ টি আসনেই তৃণমূল কংগ্রেস জিতে যায়। এই জেলায় এনডিএ জিতে যায় ১ আসনে। হাওড়ার ১৬ আসনে ১৫ টিতে জয় লাভ করে তৃণমূল, একটি পায় ইউপিএ। হুগলিতে ১৮ টির মধ্যে ১৬ টি যায় ঘাসফুলের ঘরে। ১ টি পায় বামেরা,১টি পায় ইউপিএ।