তালিকায় রয়েছেন হার্দিক-নটরাজন
পন্টিং এদিন দাবি করেন যে মুম্বই ইন্ডিয়ান্সের অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে চলতি আইপিএলে বিস্ফোরণ ঘটাতে পারেন। অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে হার্দির বিধ্বংসী ছিলেন। তবে চোটের কারণে বল হাতে এখনও সেরকম সাবলিল হয়ে উঠতে পারেননি। এদিকে অস্ট্রেলিয়ায় ভালো বল করা বাহাতি বোলার টি নটরাজনও রয়েছেন রিকি পন্টিংয়ের তালিকায়।
পডিক্কল-তেওয়াটিয়া
এছাড়া গতবছরের আইপিএলে সবার নজর কাড়া ওপেনার দেবদূত পডিক্কলকেও তালিকায় রেখেছেন রিকি পন্টিং। আইপিএলের পরে বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত ফর্মে ছিলেন আরিসিবির এই ওপেনার। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন। এছাড়া গত আইপিএলে ঝড় তোলা রাজস্থান রয়্যালসের অল-রাউন্ডার রাহুল তেওয়াটিয়াও রয়েছেন পন্টিংয়ের তালিকায়।
কেকেআর থেকে কাকে বাছলেন রিকি পন্টিং?
এদিকে পাঞ্জাব কিংসের থেকে ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরানকে বেছে নিয়েছেন রিকি পন্টিং। এছাড়া গতবছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সুরেশ রায়নাকে নিয়েও আশা রাখছেন রিকি পন্টিং। গতবছরের আইপিএলে খেলেননি সুরেশ রায়না। এছাড়া কেকেআর থেকে তিনি বেছে নিয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তীকে। ভারতীয় দলে এর আগে সুযোগ পেলেও পরে চোটের জন্য ছিটকে যান বরুণ। গত বছরের আইপিএলে তিনি সবার নজর কেড়েছিলেন।
করোনা আবহে ভারতে ফিরল আইপিএল
করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আইপিএল আয়োজনে কম ঝক্কি ছিল না৷ জৈব সুরক্ষা বলয় ভেদ করে ঢুকে পড়েছিল ভাইরাস৷ ক্রিকেটার, আয়োজক, মাঠকর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন৷ একসময় মনে হচ্ছিল আদৌ আইপিএলের বল গড়াবে তো? তবে বাধা যাই আসুক, আইপিএল আয়োজন নিয়ে আশাবাদী ছিল বোর্ড৷ বিপর্যয় সামাল দিয়ে আজ থেকে শুরু হল আইপিএলের ১৪তম সংস্করণ।