
উত্তাপ বাড়াচ্ছে চতুর্থ দফার নির্বাচন
এদিকে প্রথম দফায় ভোট হয়েছে ৩০ টি আসনে। দ্বিতীয় দফাতেও একই সংখ্যক আসনে ভোট হয়। তৃতীয় দফায় ভোট হয় ৩১ আসনে। তবে গত ৩ দফার তুলনায় চতুর্থ দফায় নজরে থাকা প্রার্থীর সংখ্যা একটু বেশিই। এবারে ভোটপর্বে নামতে চলেছে উত্তরবঙ্গের একাধিক স্পর্শকাতন কেন্দ্র। ভোট রয়েছে আলিপুরদুয়ার জেলার সব আসনে। ভোট রয়েছে কোচবিহার জেলার সব আসনে।
ভোট হচ্ছে কোন বিধানসভা কেন্দ্রগুলিতে
উত্তর থেকে দক্ষিণ, চতুর্থ দফার নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছে মেখলিগঞ্জ , মাথাভাঙা , কোচবিহার উত্তর , কোচবিহার দক্ষিণ, শীতলকুচি , সিতাই , দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম , কালচিনি , আলিপুরদুয়ার, ফালাকাটা , মাদারিহাট , সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল , পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, ডোমজুড়, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড় , পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা।
কী বলছে শেষ বিধানসভা ও লোকসভা নির্বাচনের ফলাফল
শনিবার রাজ্যের ৫ জেলার ৪৪ কেন্দ্রে ভোট। এদিকে ২০১৬-র বিধানসভা নির্বাচনে এই আসনগুলির মধ্যে তৃণমূল জিতেছিল ৩৯টিতে। আর বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র ১টি আসন। বামেরা পেয়েছিল ৩টি আর এবারে তাদের সহযোগী কংগ্রেস জিতেছিল ১টিতে। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই এই কেন্দ্র গুলিতে দাপট বাড়াতে থাকে বিজেপি। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল বলছে এই ৪৪ টির মধ্যে ২৫টিতে এবং বিজেপি ১৯টিতে এগিয়ে রয়েছে।
জোর টক্কর টালিগঞ্জ-বেহালায়
অন্যদিকে চতুর্থ দফায় এক দিকে যেমন অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে খেলতে নামা প্রার্থীরা রয়েছেন। টালিগঞ্জে জোর টক্করে নামছে তৃণমূল ও বিজেপি। এক দিকে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা তথা রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিদায়ী তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। উল্টোদিকে রয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল। সঙ্গে লড়াইয়ে রয়েছেন সংযুক্ত মোর্চার সিপিআইএমের তারকা পদপ্রার্থী দেবদূত ঘোষ।
লড়াইয়ে নজর কাড়ছে আর কোন কোন কেন্দ্র ?
অন্যদিকে গত কয়েক মাসে বিতর্ক থাকে বেহালা পূর্বেও এ বার জোর লড়াইয়ে নামছেন বিজেপি-তৃণমূল। ঘাসফুল শিবিরের হয়ে লড়াইয়ে নামছেন কলকাতার প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।বিপির হয়ে লড়াইয়ে রয়েছেন তারকা প্রার্থী পায়েল সরকার। বেহালা পশ্চিমেও লড়াই হতে চলেছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থর সঙ্গে পদ্ম প্রার্থী শ্রাবন্তীর। চন্ডীতলায় লড়াই সিপিএম প্রার্থী সেলিম ও বিজেপি-র যশের মধ্যে।