করোনা ভ্যাকসিনের বদলে জলাতঙ্কের টিকা ৩ বৃদ্ধাকে, মুখ পুড়ল যোগী সরকারের

ক্রমেই গোটা দেশে রীতিমতো দাপট বাড়াচ্ছে মারণ করোনা। এদিকে টিকার ভাঁড়ার শেষ হয়ে আসাতেও একাধিক দেশে ক্রমেই বাড়ছে উদ্বেগ। এমতাবস্থায় এবার টিকা বদলের জেরে মুখ পুড়ল উত্তরপ্রদেশের যোগী সরকারের। সূত্রের খবর, এদিন উত্তরপ্রদেশের শামলির কান্ধলা অঞ্চলে করোনা টিকা নিতে গিয়ে জলাতঙ্কের টিকা নিয়ে বাড়ি ফিরলেন তিন বৃদ্ধা। এই খবর প্রকাশ্যে আসতেই বড়সড় প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রক। এমনকী সমাজের বিভিন্ন মহল থেকে প্রতিবাদেও সামিল হন অনেক বিদ্বজনেরা। এমনকী সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে বিক্ষোভের আঁচ।

Covid 19 আপডেটঃ নতুন করে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৭১৬ জন

সূত্রের খবর, গোটা বিষয়টি জানাজানি হতেই ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও বসিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এমনকী যে স্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণ চলছিল সেখানকার দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদেরও শোকজ করা হয়েছে বলে খবর। যদিও তারপরেও কিছুতেই কর্তব্যে গাফিলতির দায় এড়াতে পারছে না যোগী সরকার। এদিকে টিকা বিভ্রাটের কথা স্বীকার করে নিয়েছেন জেলাশাসক যশজিত কৌর। এমনকী তিনি নিজে দায়িত্ব নিয়ে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়াও খতিয়ে দেখছেন বলে জানিয়েছে।

যদিও জলাতঙ্কের টিকা নেওয়ার পরে ওই তিন বয়ষ্ক মহিলার মধ্যে বর্তমানে বিশেষ কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলেও খবর। সুস্থই আছেন প্রত্যেকে। কিন্ত টিকা নেওয়ার পরপরেই তাদের বেশ খানিকটা ঝিমুনি ও বমি বমি ভাব দেখতে পাওয়া যায় বলে খবর। এরপরেই স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে তাদের নিয়ে যাওয়া হলে জলাতঙ্কের টিকা নেওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। অন্যদিকে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৫৪ হাজারে বেশি মানুষ।

কলকাতা-উত্তর ২৪ পরগনা ফের হাজার ছুঁতে চলেছে দৈনিক করোনা সংক্রমণে, জেলায় জেলায় উদ্বেগ