টিকার ভাঁড়ার প্রায় শেষ, জরুরি ভিত্তিতে ভ্যাকসিন সরবরাহের জন্য মোদীকে চিঠি রাজস্থানের মুখ্যমন্ত্রীর

একদিকে যখন গোটা দেশে নতুন করে আগ্রাসন বাড়াচ্ছে করোনা ভাইরাস তখন উল্টোদিকে টান পড়ছে ভ্যাকসিনের ভাঁড়ারে। এদিকে করোনা মোকাবিলায় গতি আনতে গতকালই একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক সারেন নরেন্দ্র মোদী। কিন্তু তারপরেও কমছে না উদ্বেগ। এমনকী একের পর এক রাজ্যে টিকা স্টক শেষ হয়ে যাওয়ায় নতুন করে বাড়ছে আশঙ্কা। সূত্রের খবর, এবার ভ্যাকসিনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

সূত্রের খবর, বর্তমানে রাজস্থানের কাছে ভ্যাকসিনের যা স্টক রয়েছে তা আগামী ২ থেক ৩ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাই দ্রুত সে রাজ্যে টিকা না পাঠানে গোটা প্রক্রিয়া ধাক্কা খাবে বলে মত ওয়াকিবহাল মহলে। এদিন মোদীকে লেখা চিঠিতেও নতুন করে সেই উদ্বেগের কথা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। আর তাতেই নতুন করে উদ্বেগ বাড়ছে আমআদমির মধ্যেও। এদিকে রাজস্থানে এখনও অবধি করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫০ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২৬ জন।

এদিকে মোদীকে লেখা চিঠিতে এদিন গেহলট লেখেন, “ রাজস্থানের ভ্যাকসিনগুলির বর্তমান মজুদ আগামী ২ দিনের মধ্যে শেষ হবে। আপনাকে অনুরোধ করছি কমপক্ষে ৩০ লক্ষ ডোজ আমাদের অবিলম্বে সরবরাহ করুন। নাহলে গোটা টিকাকরণ প্রক্রিয়াই ধাক্কা খাবে।” এদিকে শুক্রবার সকাল পর্যন্ত গোটা দেশে ৯ কোটি ৪০ লক্ষ ৯৬ হাজার ৬৮৯ জনরে করোনা টিকাকরণ সম্পন্ন হয়েছে। এমনটাই বলছে কেন্দ্রীয় পরিসংখ্যান।

ক্রমশঃ করোনা কেস বৃদ্ধি, নৈশ কার্ফুর পর দিল্লিতে বন্ধ করে দেওয়া হল সমস্ত স্কুল