প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে ভাঙা অডিও ক্যাসেটের সঙ্গে তুলনা
অভিষেকের কথায়, নরেন্দ্র মোদী বা বিজেপি যা প্রতিশ্রুতি দেন, তা দেখা যায় না। কোনওদিন দেখাও যাবে না। অর্থাৎ প্রতিশ্রুতিই সার হবে, কোনওদিনই বাস্তবায়িত হবে না। তাই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে ভাঙা অডিও ক্যাসেটের সঙ্গে তুলনা করেন অভিষেক। কারণ মোদীর প্রতিশ্রুতি শুধুই শোনা যায়, কোনওদিনও দেখা যায় না।
প্রতিশ্রুতি রাখেননি, উল্টে দেশকে রসাতলে পাঠিয়েছেন মোদী
২০১৪ সালে ক্ষমতায় আসার আগে কত প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কোনও প্রতিশ্রুতি তিনি পূরণ করেননি। দেশের সাধারণ মানুষের একজনের অ্যাকাউন্টেও ১৫ লক্ষ টাকা ঢোকেনি। বছরে ২ কোটি চাকরিও হয়নি। উল্টে দেশকে তিনি রসাতলে পাঠিয়ে দিয়েছেন। একের পর এক কোম্পানি বিক্রি করে দিয়েছেন। দেশের অর্থনীতি সংকটে।
দিদি যে প্রতিশ্রুতি দেন, তা পালন করেন, কথা রাখেন
মোদীর অর্থনীতি চোখে দেখা না গেলেও দিদি যে প্রতিশ্রুতি দেন, তা পালন করেন। কথা দিলে তিনি কথা রাখেন। ২০১১ ও ২০১৬ সালে তিনি যা কথা দিয়েছিলেন প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মা-মাটি-মানুষের জন্য কাজ করে, তাদের পাশে থাকে। এবারও ১০ অঙ্গীকার করেছেন বাংলার মানুষের জন্য, তাও পালন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদীর ভাঙা অডিও ক্যাসেট নাকি মমতার টিভি
অভিষেক বলেন, মে মাসে সরকার গঠন হবে। তারপর জুন মাস থেকেই সব পাবেন আপনারা। আপনারাই ঠিক করুন বিনা পয়সায় নরেন্দ্র মোদীর ভাষণ শুনবেন, নাকি বিনা পয়সায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া রেশন নেবেন। বাংলার মানুষকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। বেছে নিতে হবে মোদীর ভাঙা অডিও ক্যাসেট নাকি মমতার টিভিকে, যেখানে আপনারা শুনতেও পাবেন, দেখতেও পাবেন।