পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তৃণমূল এবং বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয় পরিস্থিতি।
একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে খবর।
আহত হয়েছেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘটনার প্রতিবাদে চেতলা মোড় অবরোধ করা হয়েছে।
রাতেই চলছে এই অবরোধ। এর ফলে আটকে গিয়েছে একাধিক গাড়ি। তীব্র যানজট।
জানা গিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে এবার রুদ্রনীল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। টাফ ফাইট এই কেন্দ্রে। দীর্ঘদিন ধরে ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শোভনদেব চট্টোপাধ্যায়কে এই কেন্দ্র ছেড়ে দিয়েছেন নেত্রী। হাতে খুবই কম সময়।
রাত জেগে বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার লাগানোর কাজ চলছে। এই বিধানসভার মধ্যে চেতলাতে রাজ্যের বিদায়ী পুরমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমের নিজের পাড়া। আর সেখানেই এদিন রুদ্রনীলের সমর্থনে ব্যানার, পোস্টার লাগানো হয়।
অভিযোগ সেই সমস্ত পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এরপর কেন সেগুলি ছেঁড়া হল তা জিজ্ঞাসা করতে চাওয়া হলে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। এরপরেই বিজেপি-ত়ৃণমূল সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হল দক্ষিণ কলকাতার চেতলা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে বৃহস্পতিবার রাতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হয়েছেন খোদ বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। তাঁর পায়ে আঘাত লেগেছে বলে খবর।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশবাহিনী।