তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকা

রাত পোহালেই চতুর্থ দফা। আর তার আগে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর।

আর এরই মধ্যে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল রাজারহাট গোপালপুর বিধানসভা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজনের আক্রান্ত হওয়ার খবর।

গোবিন্দনগরে এভাবে বিজেপি কর্মীদের মারধর এবং আক্রান্তের ঘটনায় উত্তেজনা। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ। বিজেপি কর্মীদের দাবি, এদিন সন্ধ্যে বেলায় চায়ের দোকানে বসে গল্প করছিল তিন চারজন।

অভিযোগ, সেই সময় বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়। বিজেপি নেতা কর্মীদের অভিযোগ অনেকে বহিরাগতও ছিল সেখানে। এলাকার কেউ নয় বলেই দাবি।

খবর পেয়েই নিউটাউন থানার পুলিশ আসে। প্রচুর বিজেপি কর্মী খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। উত্তেজনা বাড়তে থাকে।

বিজেপি কর্মীদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে তারা।