মুম্বই: আইপিএলের জন্মলগ্ন থেকেই চেন্নাই সুপার কিংস-কে নেতৃত্ব দিয়ে আসছেন মহেন্দ্র সিং ধোনি৷ মাঝে দু’ বছর সিএসকে-র নির্বাসনের কারণে পুণে ওয়ারিয়র্সে গিয়েছিলেন ধোনি৷ দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজিকে তিনটি আইপিএল ট্রফিও দিয়েছেন মাহি৷ কিন্তু ২০২১ আইপিএলর পরই খেলোয়াড় হিসেবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগকে বিদায় জানাবেন ধোনি? তেমন সম্ভাবনা নেই৷ আইপিএলের চতুর্দশ সংস্করণ শুরুর ঠিক আগে এমনটাই জানালেন সিএসকে সিইও৷

আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সফলতম (মুম্বই ইন্ডিয়ান্সের পর) দল সিএসেকে৷ কিন্তু গত আইপিএলে সাত নম্বরে শেষ করেছিল ধোনি অ্যান্ড কোং৷ আইপিএলের ইতিহাসে প্রথমবার এত খারাপ ফল করে সুপার কিংস৷ গত বছর আইপিএলের ঠিক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জিনিয়েছেন দু’বারের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক৷ অনেকেই মনে করেছিলেন, মরু শহরে আইপিএলের পরই এই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বিদায় নেবেন মাহি৷ কিন্তু এমনটা হয়নি৷

২০২১ আইপিএলেও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্বে দিতে দেখা যাবে ধোনি৷ শুধু তাই নয়, এই আইপিএলের পরও ধোনির অবসরের কোনও সম্ভাবনা নেই৷ এমনটাই জানালেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন৷ ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া একক সাক্ষাৎকারে তিনি জানান, ধোনির এটাই শেষ আইপিএল নয়। তিনি বলেন, ‘মনে হয় না, এবারই ধোনি শেষবারের মত আইপিএল খেলতে নামছেন। যদিও এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। তবে এই মুহূর্তে তাই আমরা ওর উত্তরসূরি নিয়েও ভাবছি না।’

শনিবার ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস৷ প্রথম ম্যাচের আগে সিএসকে কর্তা বলেন, ‘শেষবার আমাদের বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। কয়েকজন ভালো ক্রিকেটারকে ছাড়া যেমন নামতে হয়েছিল, তেমন কোভিডে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছিল। যে গুলো আমাদের নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু এবার দল ভালো ছন্দে রয়েছে।’

দিন পাঁচেক আগেই এবারের দল নিয়ে আশার বাণী শুনিয়েছেন সিএসকে-র ব্যাটিং কোচ মাইক হাসি৷ অফিসিয়াল ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে হাসি জানান, ‘আমার মনে হয়, এবার আমাদের দল অত্যন্ত ব্যালেন্ডস৷ দলের প্রতিটি বিভাগেই গভীরতা রয়েছে৷ ছেলেদের প্রস্তুতিটা দারুণ হয়েছে৷’ মুম্বই উড়ে আসার আগে চেন্নাইয়ে বেশ কয়েকদিনের কন্ডিশনিং ক্যাম্প করেছিল সুপার কিংস৷ শুধু তাই নয়, প্রথম দল হিসেবে প্র্যাকটিস শুরু করেছিল ধোনি অ্যান্ড কোং৷ গত আইপিএলে ভাইস-ক্যাপ্টেন সুরেশ রায়না না-খেললেও এবার প্রথম থেকেই মাঠে নামতে তৈরি ধোনির বিশ্বস্ত সেনাপতি৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।