প্রথম ম্যাচে হারের রেকর্ড
আট বছর আগে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। সেই বছরও রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন দল মুম্বইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছেই দুই রানে হেরেছিল। তারপর থেকে টানা সাত বছর অধিনায়ক বদল সত্ত্বেও আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে হেরেই চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ৬৭৭ দিন পর আইপিএল ফিরছে ভারতে। সেই ম্যাচে টানা নবমবার নিজেদের প্রথম ম্যাচেই হার এড়াতে বদ্ধপরিকর রোহিত শর্মার দল।
সম্ভাব্য প্রথম একাদশ
কুইন্টন ডি কক ও অ্যাডাম মিলনে সাতদিনের কোয়ারান্টিনে থাকলে তাঁদের প্রথম ম্যাচে পাবে না মুম্বই ইন্ডিয়ান্স। যদিও দক্ষিণ আফ্রিকার তারকা ডি কক চার্টার বিমানে এসেছেন এবং জৈব সুরক্ষা বলয়ের নিয়ম মেনেই এসেছেন। ফলে ডি ককের প্রথম ম্যাচে খেলা নিয়ে কোনও সমস্যা নেই। ডি কক বাইরে থাকলে মুম্বইয়ের প্রথম একাদশ হতে পারে এরকম- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, জিমি নিশাম, ক্রুণাল পাণ্ডিয়া, নাথান কুল্টার-নাইল অথবা জয়ন্ত যাদব, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জশপ্রীত বুমরাহ।
পরিসংখ্যানে এগিয়ে মুম্বই
দুই দলের শেষ দশটি সাক্ষাতে আটবারই জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। যে দুটি হেরেছে তার মধ্যে একটি গত বছর সুপার ওভারে। তবে মুম্বই ইন্ডিয়ান্সকে স্বস্তি দিতে পারে আরেকটি পরিসংখ্যান। যে ছটি স্টেডিয়ামে আইপিএলের খেলা হবে তার মধ্যে চেন্নাইয়ে চিপকের স্লো টার্নারেই বিরাট কোহলির সবচেয়ে কম স্ট্রাইক রেট, ১১১.৪৯।
আত্মবিশ্বাসী রোহিত
অস্ট্রেলিয়া সফরের পর দেশের মাটিতে ইংল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষকে তিন ফরম্যাটে হারিয়েছে ভারত। সেই জয়ের নেপথ্যে কারিগরদের অনেকেই আবার রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে। রোহিত শর্মা নিজেও দুর্ধর্ষ ফর্মে ছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। এই সাফল্য যে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে তা স্বীকার করে নিয়েছেন রোহিত। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অনেকে যখন নিজেদের কাজ করতে পারছেন না তখন আমরা ভাগ্যবান যে, আমরা খেলা চালিয়ে যেতে পারছি। জৈব সুরক্ষা বলয়ের সঙ্গেও সকলেই মানিয়ে নিয়েছি। তবে এবার বাইরে না বেরোতে পারলেও হোটেলের টিম রুমে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা সারতে পারছি। গতবারের চেয়ে এবার জৈব সুরক্ষা বলয়ের মধ্যে এই বিষয়টা দারুণ উপভোগ করছি।