আইপিএলে মুম্বই বনাম আরসিবি, মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?

ক্রিকেট প্রেমীরা সাক্ষী আইপিএলের ইতিহাসে যতবারই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, ইতিহাস রচনা হয়েছে। ২০২১ সালের আইপিএলের প্রথম ম্যাচেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ক্রিকেট বিশ্বকে সম্বৃদ্ধ করবে বলে ধারণা। তার আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়া যাক। মুম্বই এবং বেঙ্গালুরুর গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক।

মুখোমুখি মুম্বই ও ব্যাঙ্গালোর

আইপিএলে এখনও পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৭ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১০ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ এ লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পাল্লা ভারী।

শেষ দুই ম্যাচের ফল

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া আইপিএলের ৪৮তম লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই প্রতিপক্ষ। ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ১৯.১ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল রোহিত শর্মা শিবির। একই আইপিএলের প্রথম সাক্ষাতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। দুই দলই নির্ধারিত ২০ ওভারে ২০১ রান তুলেছিল। শেষে সুপার ওভারে ম্যাচ জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

মুম্বই ইন্ডিয়ান্সের গেম চেঞ্জার

ফর্মে থাকলে আরসিবি-র বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জারের ভূমিকা পালন করবেন। দলে কুইন্টন ডি কক, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো তাবড় ব্যাটসম্যানরাও রয়েছেন, যারা যে কোনও সময় যে কোনও ম্যাচে পালাবদল করতে সিদ্ধহস্ত। বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো দক্ষ ক্রিকেটাররা।

আরসিবি-র গেম চেঞ্জার

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর প্রথম ম্যাচে অধিনায়ক বিরাট কোহলিই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ হয়ে উঠতে পারেন। দেবদত্ত পাড়িক্কলের মতো তরুণ তারকাদের পাশাপাশি দলে গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্সের মতো অভিজ্ঞ এবং বিধ্বংসী ব্যাটসম্যানরাও মজুত রয়েছেন। যারা ফর্মে থাকলে যে কোনও বোলারের দিন শেষ করে দিতে পারেন। যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, কেইল জেমিয়েসন, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি এবং ড্যানিয়েল স্যামস সম্বৃদ্ধ বোলিং বিভাগ আরসিবি অন্যতম প্রধান অস্ত্র।

আইপিএল যুযুধান মুম্বই-বেঙ্গালুরুর শেষ পাঁচ সাক্ষাতের ফলাফল কোন দিকে ঝুঁকে?

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More IPL 2021 News